বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণা হওয়ার পর সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা অব্যাহত। ১৭ জন ক্রিকেটের এবং একজন ব্যাকআপ উইকেটরক্ষক সহ শ্রীলঙ্কার মাটিতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে উড়ে যাবে ভারতীয় দল। কিন্তু এই দলের একটি জায়গা নিয়ে সমস্যা রয়েছে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
ভারতীয় দলে অলরাউন্ডার:
বিসিসিআই মূলত চার অলরাউন্ডার নিয়ে ভারতের এশিয়া কাপের স্কোয়াড সাজিয়েছে। এই চারজন হলেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং শার্দূল ঠাকুর। এদের মধ্যে একজনকে নিয়ে আপত্তি রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেন গৌতম গম্ভীরের। তার মতে এদের মধ্যে একজন এই স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্য ছিলেন না।
গম্ভীরের আপত্তি:
প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর মনে করেন শার্দুল ঠাকুর এই ভারতীয় দলের যোগ্য নন। হার্দিক পান্ডিয়া ভারতের মূল পেস বোলিং অলরাউন্ডার। ভারতীয় স্কোয়ার্ডের শার্দূল রয়েছেন কিছুটা তার পরিবর্ত হিসেবেই। কিন্তু গম্ভীর মনে করছেন হার্দিক পান্ডিয়ার যোগ্য পরিবর্তন ক্রিকেটার শার্দুল হতেই পারেন না।
গম্ভীরের পছন্দের অলরাউন্ডার:
মহেন্দ্র সিংহ ধনের চেন্নাই সুপার কিংসের খেলার শিবম দূবে, হার্দিক পান্ডিয়ার যোগ্য পরিবর্ত অলরাউন্ডার হতে পারতেন বলে বিশ্বাস করেন গম্ভীর। গত আইপিএলে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন ব্যাট হাতে। দলের প্রয়োজনে হাত ঘোরাতেও সক্ষম তিনি। সেই জন্য গম্ভীর তাকেই দেখতে চাইতেন দলে। তবে তার ধোনির দলের একটা আকার হয়ে গলা ফাটানোর কারণে অনেকেই অবাক হয়েছেন।
কেন দলে শার্দূল?
ব্যাটিং-এর দিক দিয়ে ভেবে দেখলে শিবম দুবে হয়তো অনেকটাই এগিয়ে থাকবেন শার্দূল ঠাকুরের চেয়ে, কিন্তু ঠাকুরের আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় দলের হয়ে ফরম্যাট নির্বিশেষে একাধিক ম্যাচে এমন সময় যখন মনে হয়েছে প্রতিপক্ষ ব্যাটার না ভারতের ওপর জাতীয় বসেছে ঠিক তখনই উইকেট তুলে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন শার্দূল। আর এই কাজটা তিনি এতবার করেছেন যে এটাকে কাকতালীয় ব্যাপার আর বলা যায় না।