‘অশিক্ষিত, মূর্খ! রাকেশ রোশন অভিনেতা,কোনটা মহাকাশ, কোনটা..’, মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ চাঁদে পৌঁছে ভারত। ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আর তারপরেই বাধ ভাঙা আনন্দে মেতেছে সকল দেশবাসী। সারা দেশে যেন আনন্দের ঢেউ বয়ে গিয়েছে। আগের বার চন্দ্রযান ২ এর অবতরণের ঠিক কিছুক্ষন আগেই দুর্ঘটনা ঘটেছিল। তবে এবার যেন একপ্রকার নিশ্চিতই ছিল ISRO. আর বৈজ্ঞানিকদের সেই আত্মবিশ্বাসকে সঠিক প্রমাণ করে চন্দ্রযান ৩ পৌঁছে গিয়েছে চাঁদের মাটিতে।

চন্দ্রযান 3-এর সফট ল্যান্ডিং হওয়ার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন দেশবাসী। শুরু হয় ISRO কে অভিনন্দন জানানোর পালা। দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য রাজনীতিবিদদের মতো অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। আর সেই থেকেই শুরু বিতর্কের সূত্রপাত।

গতকাল মুখ্যমন্ত্রীর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অভিনন্দন জানানোর সময়ের এক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিয়োয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, চাঁদে থাকাকালীন অবস্থায় ‘রাকেশ রোশনের’ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছে।

mamata

আরও পড়ুন: ‘এই’ বিষয়গুলিতে আর করা যাবে না অফলাইন আবেদন! বিরাট পদক্ষেপ উচ্চ মাধ্যমিক বোর্ডের

আসলে তিনি মহাকাশে পৌঁছানো প্রথম ভারতীয় রাকেশ শর্মার উল্লেখ করতে গিয়ে ভুলে, রাকেশ রোশনের নাম নেন। আর মমতার সেই মন্তব্যের পরই সর্বত্র সমালোচনা, হাসির রোল। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধতে বিন্দুমাত্রও সময় ব্যয় করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: ফের রাজ্যে ছুটির ঘোষণা! বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আনন্দে লাফাচ্ছেন মানুষজন

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে জোর আক্রমণ করে বলেন, অশিক্ষিত, মূর্খ মুখ্যমন্ত্রী। রাকেশ রোশন অভিনেতা, মহাকাশে যাননি। রাকেশ শর্মা গিয়েছিলেন। কোনটা মহাকাশ, কোনটা চন্দ্রমা, কোনটা শুক্র তা জানেন না মুখ্যমন্ত্রী। ব্রহ্মাণ্ড, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। সে কারণে আগে ডক্টরেট লিখতেন, এখন লেখেন না। করুণা ছাড়া আর কী করব? ভগবান করুণা করুন।

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, “বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের দেশে আমরা একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে পেয়েছি। যিনি রাকেশ শর্মাকে বলেন রাকেশ রোশন। মহাকাশকে চন্দ্র বলছেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর