মোদি-জিনপিং-এর সাক্ষাৎ নিয়ে চূড়ান্ত অপপ্রচার চিনের! পাল্টা জবাবে ধুয়ে দিল ভারত, নয়দিল্লি বলল…

বাংলা হান্ট ডেস্ক : ব্রিকস সম্মেলনে (BRICS) মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। সেখানেই  প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই চিনের তরফে দাবি করা হয়, ভারত এই বৈঠকের আয়োজন করার আবেদন জানিয়েছিল।

শুক্রবার কেন্দ্রীয় সূত্রে চিনের এই দাবি উড়িয়ে দেওয়া হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চিনের তরফে এই বৈঠকের আবেদন জানানো হয়েছিল আগে থেকেই। সেই আবেদনই মেনে বৈঠক করা হয়।

modi jinping

চলতি সপ্তাহেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংও। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দেখা হয় এবং কথোপকথন হয়। যদিও তা সরকারি কোনও বৈঠক ছিল না।

গতকাল চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘২৩ অগস্ট ব্রিকস সম্মেলনের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং।’ ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দ্রুত সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন। নিজেদের দেশের শীর্ষ আধিকারিকদেরও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দেশ দেন।

আরও পড়ুন : মিগ ২১-র বদলে ভারতীয় বায়ু সেনায় যুক্ত হবে এই ভয়ংকর ফাইটার জেট! বিরাট বরাত পেল HAL

এদিকে, এই সাক্ষাতের পরই চিনের তরফে দাবি করা হয় যে শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার জন্য আবেদন করেছিল ভারত। এ দিন কেন্দ্রীয় সূত্রে জানানো হয়, চিনের এই দাবি ভুল। চিন অনেকদিন আগেই এই বৈঠকের জন্য আবেদন জানিয়েছিল।

Sudipto

সম্পর্কিত খবর