ISRO-তে গিয়ে কেঁদে ফেললেন মোদি! তারপর যা করলেন বিজ্ঞানীরা, দেখলে চোখ জুড়িয়ে যাবে

বাংলা হান্ট ডেস্ক : তৈরি হল নতুন এক স্লোগান। ‘জয় জওয়ান, জয় কিষাণ’, (Jai Jawan, Jai Kishan) স্লোগান তুলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী (Lala Bahadur Shastri)। চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) সাফল্যের পর এবার মোদির মুখে শোনা গেল নতুন স্লোগান। প্রধানমন্ত্রী (Narendra Modi) এবার স্লোগান তুললেন ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান (Jai Bigyan, Jai Anusandhan)।’

চোখের জল ফেলেন মোদি : গ্রিস থেকে ফিরেই এ দিন সকালে বেঙ্গালুরুতে ইসরোর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানেই চন্দ্রযান ৩ প্রকল্পের সঙ্গে যুক্ত ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী৷ ইসরোর এই ঐতিহাসিক সাফল্যের কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন প্রধানমন্ত্রী৷ ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করতে গিয়ে কার্যত গলা ধরে আসে মোদির৷

isro

আবেগপ্লুত প্রধানমন্ত্রী : বিজ্ঞানীদের এই সাফল্যের কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী খানিকটা আবেগাপ্লুতও হয়ে যান। তাঁর চোখে জল দেখা যায়। তিনি বলেন, ‘আজ ভারত চাঁদে। মেক ইন ইন্ডিয়া চাঁদে। ইসরো মেক ইন ইন্ডিয়াকে (Make In India) চাঁদে পৌঁছে দিয়েছে। চন্দ্রযান ৩-এর সাফল্য ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ঐতিহাসিক দিন।’

HAL-এর বিমানবন্দরে প্রধানমন্ত্রী : ২৩ আগস্ট ইসরোর ঐতিহাসিক সাফল্যের সময় দেশে ছিলেন না মোদি। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণের সাক্ষী তাঁকে থাকতে হয়েছে ভারচুয়ালি। তাই দেশে ফিরে সোজা চলে যান বেঙ্গালুরুতে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে। এদিন বেঙ্গালুরু-তে হাল-এর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বহু মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই ওই নয়া স্লোগান দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : দুর্গাপুজোর বিরুদ্ধে দায়ের হয় মামলা! পর্যবেক্ষণে আদালত যা বলল শুনে অবাক হয়ে যাবেন

জাতীয় মহাকাশ দিবস : শুধু তাই নয়, এদিন চাঁদে বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যে জায়গায় ল্যান্ডারটি নেমেছিল তার নাম ‘শিবশক্তি’ রাখা হয়েছে বলে জানালেন তিনি। ঐতিহাসিক ২৩ আগস্টের দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। ইসরোর ‘টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স’ থেকে এদিন মোদি জানান, যে জায়গায় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম নেমেছিল তার নাম ‘শিবশক্তি’ রাখা হয়েছে। চন্দ্রযান-২-এর ল্যান্ডার যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গার নাম ‘তিরঙ্গা পয়েন্ট’।

Sudipto

সম্পর্কিত খবর