বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জয়ের পর তার ফুটবল থেকে আর কিছু পাওয়ার নেই। এমনটা নিজেই জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। একজন পেশাদার ফুটবলারের পক্ষে যা যা জয় করা সম্ভব তা সমস্ত কিছুই একাধিক বার করে জিতেছেন তিনি। বাকি ছিল শুধু বিশ্বকাপ যা গত বছরের ডিসেম্বর মাসে জয় করে আগের চেয়ে অনেকটাই নির্লিপ্ত হয়ে পড়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
তিনি নিজেই জানি যে এখন তিনি মাঠে নামছেন শুধুমাত্র খেলাটার মজা পাওয়ার জন্য। সেই জন্যই মাত্র ৩৫ বছর বয়সে ইউরোপ ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে কেরিয়ারের বাকি অংশে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
সেখানে ইতিমধ্যেই একটি ট্রফির জয় হয়ে গিয়েছে তার। একের পর এক ম্যাচে গোল করে মরশুমে প্রথম ট্রফি ‘লিগস কাপ’ জিতিয়েছেন ইন্টার মিয়ামিকে। এরপর ওপেন কাপের সেমিফাইনালে জোড়া অ্যাসিস্ট করে দলকে তুলে নিয়ে গিয়েছেন সেই প্রতিযোগিতার ফাইনালে। আর আজ নিজে প্রথমবার মাঠে নেমেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান লিগ ‘মেজর লিগ সকারের’ ম্যাচে।
ম্যাচের ৮৯ মিনিটে গোল করে সেই অভিষেকটিও স্মরণীয় করে রাখলেন মেসি। নিজের স্বভাবসিদ্ধ বাঁ-পায়ের কিছু বলে দলকে ২-০ ফলে জয় পেতে সহায়তা করেন তিনি। তিনি যোগ দেওয়ার আগে লিগ টেবিলে তার দল একদম তলানিতে ছিল। এই জায়গা থেকে লিগ জয় আর সম্ভব নয়। অক্টোবর মাসের শেষ অবধি মেসি নিজের দলকে কতটা উপরে তুলে নিয়ে যেতে পারেন সেটাই দেখার।
আরও পড়ুন: পেলে, মারাদোনা, মেসির খাতাতেও নেই এমন রেকর্ড! হ্যাটট্রিক করে সৌদিতে ফের ঝড় তুললেন CR7
এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তার ৯টি ম্যাচ খেলা হয়ে গেল। এই নয়টি ম্যাচে তিনি গোল করেছেন ১১ টি এবং সতীর্থদের দিয়ে তিনবার গোল করিয়েছেন। কাজেই তিনি কতটা ভালো ফর্মে রয়েছেন সেটা বোঝানোর জন্য আর কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হল যে এই লিগে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও তারকাও নেই। দলে রয়েছেন পুরনো দল বার্সেলোনার দুই সতীর্থ জর্দি অ্যালবা এবং সার্জিও বুস্কেতস। ফলে খোলা মনে বিন্দুমাত্র চাপ না নিয়ে খেলে যেতে পারছেন এলএমটেন।