২ বড় তারকাকে বাদ দিয়ে ভারতের এশিয়া কাপ একাদশ নির্বাচন করলেন সৌরভ! চমকে গেল BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই আরম্ভ হবে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য একটি আদর্শ প্রস্তুতি মঞ্চ এটি। ভারতীয় ম্যানেজমেন্ট এই টুর্নামেন্টের জন্য ১৭ জনের একটি স্কোয়াড নির্বাচন করেছে। এই স্কোয়াড নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। অনেকে ভারতীয় দল (Indian Cricket Team) নির্বাচন নিয়ে সন্তুষ্ট, আবার কেউ কেউ খুশি হতে পারেননি।

এবার যে স্কোয়াড রয়েছে তার থেকে ভারতীয় দলের জন্য একটি সেরা একাদশ নির্বাচন করে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি এর আগে বিশ্বকাপের দল নির্বাচন করে সমালোচনার শিকার হয়েছিলেন। এবার তার নির্বাচিত এশিয়া কাপের ভারতীয় একাদশ দেখে ভক্তদের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

sad sourav

ব্যাটিং:
ভারতীয় এই একাদশের জন্য সৌরভ যে ব্যাটিং অর্ডার নির্বাচন করেছেন তাতে কোন ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায়নি। ফর্মে থাকা ঈশান কিষাণ এই একাদশে সুযোগ পাননি। রোহিত শর্মা এবং শুভমান গিলের ওপেনিং জুটিকে রেখে বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারকে দিয়ে একাদশ সাজিয়েছেন সৌরভ।

অলরাউন্ডার:
এখানে সৌরভ যে কয়েকজনকে নির্বাচন করেছেন তাতে বেশ কিছুটা চমক হয়েছে। সৌরভ হার্দিক পান্ডিয়ার পাশাপাশি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে এই একাদশে রেখেছেন। তিনজনেই দক্ষ ক্রিকেটার কিন্তু সৌরভ ৩ জনকে একসঙ্গে দলে রাখায় চমকে গিয়েছেন অনেকেই।

বোলিং:
ফাস্ট বোলার হিসেবে তিনি দলে রেখেছেন বুমরা ও শামিকে। আর স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। ফর্মে থাকা মহম্মহ সিরাজকে বাদ দিয়ে এই দল নামানোয় অনেকেই বেশ চমকে গিয়েছেন।

আরও পড়ুন: এশিয়া কাপে কোহলির নামের পাশে রয়েছে এমন ১টি রেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব

সৌরভের নির্বাচিত একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর