বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি (BJP) তৃণমূল (Trinamool Congress) দ্বন্দ্ব হামেশা বর্তমান। আর এবার উল্টো চিত্র। বীরভূম (Birbhum) জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা তৃনমূলের সঙ্গে সেটিং করে চলছে। আর এই অভিযোগেই সভাপতির অপসারণের দাবিতে সোমবার দুপুরে রনক্ষেত্রের চেহারা নিল সিউড়ি জেলা বিজেপি কার্যালয়।
বিজেপি সভাপতির অফিস ঘিরে বিক্ষোভে নামে বিজেপি নেতা কর্মীদের একাংশ। সেখানেই সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের বিরুদ্ধে বিক্ষোভরত নেতা কর্মীদের মারধর করে বাইরে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে। সবমিলিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা।
ঘটনা প্রসঙ্গে সিউড়ি দুইনং ব্লকের বিজেপি কর্মী কার্তিক মাহারা বলেন, “দীর্ঘদিন ধরে পুরানো কার্য কর্তাদের বসিয়ে রেখে তৃনমূলের সঙ্গে সেটিং করে চলছে ধ্রুব সাহা। ধ্রুব সাহার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে।”
আরও পড়ুন: ‘আমি জিন্দা লাশ হয়ে বেঁচে রয়েছি’, হঠাৎ কেন এমন বললেন মমতা, কিসের কষ্ট তার?
একই প্রাক্তন মন্ডল সভাপতি উদয়কুমার হাজরা বলেন, “যারা তোলাবাজি করবে কাটমানি খাবে তৃনমূলের সঙ্গে সেটিং করে চলবে তাদের পদে রাখছে ধ্রুব সাহা। পুরানো কার্যকর্তাদের বসিয়ে রাখা হয়েছে সেটা জানার জন্য কেন্দ্রীয় নেতা সতীশ ধনকরের কাছে এলে জেলা সভাপতি ধ্রুব সাহা এবং জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই আমাদের কর্মীদের মারধর করে বাইরে বের করে দেয় । প্রতিকার না হলে কলকাতা পার্টি অফিসে গিয়ে আন্দোলন করবো ।”
আরও পড়ুন: ফের শ্যুটআউট! বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি, ভাটপাড়ার ঘটনায় শিউরে উঠবেন
আর অন্যদিকে সমস্ত অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “দুইঘণ্টা সদর্থক আলোচনা হয়েছে। সবাইকে কাজের পরিসর দেওয়া হবে। কোনো হাতাহাতি হয় নি। সবার সঙ্গে পারিবারিক সম্পর্ক। আমরা সবাই মোদীজীকেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”