এবার মিলবে এই দুর্দান্ত সুবিধা! পেনশনারদের জন্য বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বসবাসকারী প্রবীণ নাগরিকদের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার (State Government)। এমন অবস্থায় রাজ্যের পেনশন প্রাপকদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে, পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আর ট্রেজারি বা ব্যাংকে যেতে হবে না।

এবার থেকে স্মার্টফোন ব্যবহার করে বাড়ি থেকেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। প্রসঙ্গত প্রতিবছর পেনশন প্রাপকদের জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। এই লাইফ সার্টিফিকেট প্রমাণ করে যে পেনশন প্রাপক জীবিত রয়েছে কিংবা তার পেনশনের অর্থ অন্য কেউ দখল করছেন না।

আরোও পড়ুন : চিন্তা নেই, আর হবে না ট্রেন লেট! এবার শিয়ালদা শাখায় থাকছে নয়া প্রযুক্তি, চমক রেলের

তবে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পেনশন প্রাপকদের নিজে ব্যাংক অথবা ট্রেজারিতে যেতে হয়। সেখানে গিয়ে সুনির্দিষ্ট ফর্ম ফিলাপ করে নথি সহ জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। কিন্তু বার্ধক্যজনিত সমস্যা কিংবা শারীরিক অসুস্থতার কারণে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে বহু পেনশন প্রাপক সমস্যায় পড়েন।

আরোও পড়ুন : ফের বড় পতন রান্নার গ্যাসের দামে! দেখুন কলকাতায় কত টাকা করে হল সিলিন্ডার

এই ধরনের পেনশন প্রাপকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবার অভিনব পন্থা বেছে নিল। গত মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এবার থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভাব হবে স্মার্টফোনে ফেস অথেনটিকেশন পদ্ধতির মাধ্যমে। এর জন্য আর যাওয়ার প্রয়োজন নেই ব্যাংক কিংবা ট্রেজারিতে।

mamata nabanna

পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর তাদের পোর্টালে বলেছে, স্মার্টফোনে ছবি তোলার জন্য ন্যূনতম ৫ মেগাপিক্সেলের ক্যামেরা প্রয়োজন। এছাড়া প্রয়োজন হবে চার জিবি RAM। এরপর ডাউনলোড করতে হবে ‘জীবন প্রমাণ ফেস অ্যাপ্লিকেশন’ ও ‘আধার ফেস আর ডি’। এরপর এপ্লিকেশনের মাধ্যমে জমা দিতে হবে ছবি। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১২ লাখ পেনশন প্রাপক উপকৃত হতে চলেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর