বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়ে। দলমত নির্বিশেষে প্রত্যেক দলের নেতা বা কর্মীদের সঙ্গে তিনি ভালো সম্পর্ক রেখে চলেন। অনেকে এই বিষয়টিকে তার গুণ বলে উল্লেখ করেন। নিন্দুকরা অনেকে তার এই আচরণের পিছনে একটি বিশেষ কারণ খুঁজে দেখার কথা বলেন।
এবার একই পথে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাংলার দাদা ও দিদি কিছুদিনের মধ্যেই একই বিমানে চেপে স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কেন এমনটা হবে আচমকা? তাহলে কি সৌরভ শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন!
আসলে ব্যাপারটা সেরকম নয়। সৌরভ বরাবরই সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের সঙ্গে মেলামেশা করলেও নিজেকে সচেতন ভাবে রাজনীতি থেকে বেশ কয়েকবার দূরে রেখে চলেছেন। কিছুদিন আগে কেন তার সঙ্গে রাজনীতির যোগ খোঁজা হয় সেই বিষয় নিয়ে উস্মাও প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার স্পেন সফরের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে চান যে বাংলায় শিল্প আসুক। আর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে স্পেনের শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বৈঠকে বসার কথা রয়েছে। ১২ তারিখ থেকে ২৩ তারিখ অবধি চলবে এই সফর। বাংলায় লগ্নি টানাই হচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য।
বিদেশি শিল্পপতিদের সামনে সৌরভের নাম এবং ব্র্যান্ড ভ্যালুকে উল্লেখ করে ব্যাপারটা বেশ জমকালো করে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সৌরভকে নিয়ে যেতে চাইছেন এমনটা শোনা যাচ্ছে। যদিও এই সংক্রান্ত কোনো নিশ্চিত খবর এখনো অবধি পাওয়া যায়নি। যদিও সৌরভ যদি শেষপর্যন্ত মমতার সাথে স্পেনে যান, তাহলে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তাদের সঙ্গে যেতে পারবেন কিনা সেই নিয়ে এখনো সন্দেহ রয়েছে। কারণ হাইকোর্টে তার আপিল এখনো ঝুলে রয়েছে।