বাংলা হান্ট ডেস্কঃ মালদহে (Malda) অবাক কাণ্ড। একজোটে জেলার ৭০০জন দুঃস্থ মহিলার কাছে ভাতার টাকা ফেরত চেয়ে গেল নোটিস (Refund Notice)। জানা গিয়েছে বিধবাভাতা,মানবিকভাতার মতো ভাতার টাকা ফেরত চেয়ে ওই মহিলাদের কাছে নোটিস পাঠিয়েছে মালদহ জেলার কালিয়াচক ১নং ব্লকের বিডিও।
ব্লক প্রশাসনিক আধিকারিক দফতর থেকে পাঠানো নোটিসে জানানো হয়েছে, সরকারি নিয়ম বর্হিভূতভাবে সরকারি প্রকল্পের টাকা ওই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তাই সাতদিনের মধ্যে টাকা ফেরত চেয়ে নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ‘সৌরভকে কিছু করলে একটি গুলিই যথেষ্ট…!’, এবার ‘এই’ ব্যক্তির থেকে হুমকি চিঠি যাদবপুরে
ঘটনাটা কী? সূত্রের খবর, লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে নথিপত্র, বয়স-সহ কোনও তথ্য যাচাই যাচাই না করেই গুচ্ছ গুচ্ছ নাম পাঠানো হয়েছে। দেখা গেছে সরকারি আইন না মেনেই একই উপভোক্তার নামে বিধবা ভাতা, বার্ধক্যভাতা, মানবিক ভাতা দেওয়া হয়েছে। যার ফলে এক ব্লকেই সামাজিক ভাতা প্রকল্পের প্রায় দু’কোটি টাকার গড়মিল হয়েছে বলে খবর।
আরও পড়ুন: আমি নিজে ক্ষমাপ্রার্থী…, হঠাৎ কার কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী?
এই বিপুল অংকের হিসেবে গড়মিলের হিসেব সামনে আসতেই চোখ কপালে উঠেছে কালিয়াচকের বিডিওর। এবার ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭০০ জন উপভোক্তার বাড়িতে নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চেয়েছেন বিডিও। জানা গিয়েছে মহিলাদের অনেককে হাজার হাজার টাকা পাঠানোর নোটিস ধরানো হয়েছে।
এই বিষয়ে ব্লক প্রশাসনিক আধিকারিক থেকে জেলাশাসক কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ এই নোটিশ দেওয়ায় বিপদে পড়েছেন দুঃস্থ মহিলারা। যেখানে নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড় সেখানে সাত দিনের মধ্যে কিভাবে এত পরিমাণ টাকা ফেরত দেবেন সেই ভেবে কপালে ভাঁজ পড়েছে তাদের।