বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan 3)-এর বিরাট সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সূর্য অভিযান শুরু করল ISRO (Indian Space Research Organisation)। শনিবার নির্ধারিত সময়ে সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-L1 (Aditya-L1) এর সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এই মিশনে মোট ৭ টি পেলোড রয়েছে, যার মধ্যে ৬ টি ভারতে তৈরি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদিত্য-L1 প্রায় ১৫ লক্ষ কিলোমিটারের সফর করবে। পাশাপাশি, এই মিশনটি ভারতের জন্য ঐতিহাসিক। কারণ এটি সূর্যকে স্টাডি করার লক্ষ্যে ভারতের প্রথম মিশন। জানিয়ে রাখি যে, আদিত্য-L1 সূর্যের কক্ষপথে পৌঁছতে ১২৮ দিন সময় নেবে। ISRO-র সবথেকে নির্ভরযোগ্য PSLV রকেট দিয়ে এই মিশনটি লঞ্চ করা হয়েছে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত আমেরিকা সহ একাধিক দেশ সূর্যকে ভালোভাবে নিরীক্ষণ করার জন্য স্যাটেলাইট পাঠিয়েছে। কিন্তু ISRO-র আদিত্য L-1 নিজেই অনন্য।
চারটি ধাপই সফল; অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী: আদিত্য L-1 মিশনের চারটি ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি, এটি ভারতের জন্য আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই মিশনের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে জানিয়েছেন, “চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা জারি রেখেছে। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-L1-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO-র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা সমগ্র মানবতার কল্যাণের জন্য মহাবিশ্ব সম্পর্কে আরও ভালো বোঝার বিকাশ অব্যাহত রাখবে।”
আরও পড়ুন: চন্দ্রের পর সূর্য অভিযানেও সামিল বাংলার দুই কৃতি! বুক ভরা আশায় পরিবারের লোকজন
কি করবে আদিত্য-L1: উল্লেখ্য যে, আদিত্য-L1 হল প্রথম সূর্য মিশন যা L1 পয়েন্ট পর্যন্ত যাবে। পৃথিবী থেকে এই স্থানটির দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। আদিত্য-L1 সূর্যের রশ্মি স্টাডি করার পাশাপাশি সেখানে ৫ বছর ২ মাস থাকবে। এই মিশনে মোট ব্যয়ের পরিমাণ হল ৩৭৮ কোটি টাকা। সূর্য হল পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র। তাই, অন্যান্য নক্ষত্রের তুলনায় সূর্যকে স্টাডি করা সম্ভব। এই মিশনের পরে, গ্যালাক্সির অন্যান্য নক্ষত্রগুলিকেও স্টাডি করা যাবে এবং বিভিন্ন গ্যালাক্সির নক্ষত্র সম্পর্কেও তথ্য পাওয়া সম্ভব হবে। জানিয়ে রাখি যে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার এবং সূর্যের তাপমাত্রা ১০ থেকে ২০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এই নক্ষত্রের বয়স হল ৪.৫ বিলিয়ন বছর।
আরও পড়ুন: বসে নেই ISRO! চন্দ্রযান-৩-এর পর এবার মহাকাশে যাবে মহিলা রোবট, কোন মাসে সম্পন্ন হবে ট্রায়াল?
বিজ্ঞানীদের পুরো দল তিরুপতিতে পুজো দেন: এদিকে, আদিত্য-L1 মিশনের সূচনার আগে, ISRO প্রধান এস সোমনাথ বিজ্ঞানীদের পুরো দল নিয়ে তিরুপতি পৌঁছেছিলেন এবং সেখানে তিরুপতি বালাজি মন্দিরে এই মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করেন। এর আগে, ISRO দল আদিত্য-L1 মিশনের সাফল্যের জন্য অন্ধ্রপ্রদেশের চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে বিশেষ পুজো দিয়েছিল। এমতাবস্থায়, চন্দ্রযান ৩-এর মতো, ISRO-র এই আদিত্য-L1 মিশনের সাফল্যের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থনা করা হয়েছে।