ইন্ডিয়া সরকার জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকায় নেমে আসবে, প্রতিশ্রুতি অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্ষেত্রটা বেশ খানিকটা বদলে গেছে। একটা সময় তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল বামফ্রন্ট। কিন্তু ধীরে ধীরে তৃণমূলের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠে এসেছে বিজেপি। বর্তমান বিভিন্ন রাজনৈতিক সভায় তৃণমূল প্রধান নিশানা করছে গেরুয়া শিবিরকে।

ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়েও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বললেন, “ইন্ডিয়া সরকার তৈরি হলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা হবে।” আগামী ৫ই সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে ধূপগুড়িতে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা দখল করে বিজেপি।

আরোও পড়ুন : ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ মামলায় বড়সড় আপডেট! ED অফিসারের কীর্তিতে হতবাক হাইকোর্ট

প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েই বিজেপির বিষ্ণুপদ রায় জয় লাভ করেন। কিন্তু বিষ্ণুপদ রায় প্রয়াত হন গত ২৫ শে জুলাই। এরপরে সেই শুন্য আসনে ফের একবার নির্বাচন হতে চলেছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেন, “বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে বিজেপির লোকেরা এসে।”

আরোও পড়ুন : এক্কেবারে ফ্রি’তেই মিলবে ট্রেন টিকিট! অবাক লাগছে? দেখুন কারা পাবেন এই দুর্দান্ত সুযোগ

পাশাপাশি তিনি আরোও বলেন, “আমি জানতে পেরেছি কিছু জায়গায় বিজেপি টাকা বিলি করছে। কারণ এরা আপনাদের টাকা মারে।” আপনারা বড় ফুলের টাকা নিন, জোড়া ফুলে ভোট দিন। তাহলেই জামানত জব্দ হবে এদের। রিমোট কন্ট্রোল যদি মোদির হাতে থাকে, তাহলে আপনাদের হাতে রয়েছে ইভিএম এর বোতাম। ইভিএমের বোতাম টিপবেন, ৪৪ ভোল্ট! দিল্লিতে ছটফট করবে।”

abhishek

 

লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার পিছু দাম কমেছে ২০০ টাকা। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “ইন্ডিয়া সরকার, অর্থাৎ বিরোধীরা যে জোট গঠন করেছে সেই জোট যদি ক্ষমতায় আসে তাহলে ৫০০ টাকায় নেমে আসবে রান্নার গ্যাসের দাম। আপনাদের এটা আমাদের প্রতিশ্রুতি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর