১ গোল, জোড়া অ্যাসিস্ট! পেলে, মারাদোনার পক্ষেও অসম্ভব থাকা এই রেকর্ড ছুঁলেন রোনাল্ডো

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌদি আরবের লিগে প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে আল নাসের (Al Nassr)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফর্মে ফিরতেই তেজী ঘোড়ার মতো ছুটছে আরবের ক্লাবটি। এদিন প্রতিপক্ষ আল হাজেমের বিরুদ্ধে গুনে গুনে ৫ গোল করলো গতবারের রানার্স আপ-রা। আর দলের মধ্যে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল সেই পর্তুগিজ মহাতারকাই।

এদিন ৩৩ মিনিটে রোনাল্ডোর পাস থেকেই প্রথম গোলটি করেন আব্দুলরাহমান ঘরিব। প্রথমার্ধে ২-০ ফলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরে আল নাসের। দ্বিতীয় গোলটি করেছিলেন আব্দুল্লা আখাইবাড়ি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল হাজেম ব্যবধান কমায় লোনে দলে আসা গাম্বিয়ার স্ট্রাইকার বাদামোসির দুর্দান্ত দূরপাল্লার গোল থেকে।

কিন্তু এরপর আরম্ভ হয় রোনাল্ডো ম্যাজিক। ৫৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও রোনাল্ডো গোল না করে বল পাস করে দেন নিজের পর্তুগিজ সতীর্থ ওটাভিওর দিকে এবং বাকি কাজটা করতে ভুল করেননি এই তরুণ মিডফিল্ডার। এর ঠিক ১১ মিনিট পর ডান পায়ের জোড়ালো শটে কেরিয়ারের ৮৫০ তম গোল পেয়ে যান সিআরসেভেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নিজের সিনিয়র কেরিয়ারে এই সংখ্যায় পৌঁছানোর রেকর্ড গড়লেন রোনাল্ডো। আর যদি কিছুদিন আগে তার ক্লাবের জেতা ‘আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ’কে অফিসিয়াল টুর্নামেন্ট হিসাবে মানতে আপনার অসুবিধা থাকে তাহলে এই মুহূর্তে রোনাল্ডোর গোল সংখ্যা ৮৪৪।

brace ronaldo

শুধু একজন গোল স্কোরার নয়, নিজে গোল করার পাশাপাশি একজন প্রকৃত নেতার মতোই সবসময় সতীর্থদের উদ্বুদ্ধ করা যাচ্ছেন সিআরসেভেন। মাঝে কুলিং ব্রেকের সময় তার সতীর্থ সাদিও মানে-কে গোল না পাওয়ার হতাশা কাটিয়ে খেলার মনোযোগ দিতে বলেন তিনি। তারপর খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে গল্প পেয়েছেন মানে। সব মিলিয়ে রোনাল্ডোর ক্লাব জয় পেয়েছে ৫-১ ফলে।

আরও পড়ুন: কলকাতায় কোহলি, পুনেতে নেইমার! দেখবেন কাকে? জানুন কবে একসাথে ভারত কাঁপাবেন দুই তারকা

চলতি লিগে রোনাল্ডো ৪ ম্যাচ খেলে করে ফেললেন ৬ গোল ও ৪ অ্যাসিস্ট। লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে চলতি মরশুমে ১১ ম্যাচে ১২ গোল ও ৫ অ্যাসিস্ট করা হয়ে গেল তার। মরশুমের শুরুতেই একটি ট্রফি পেয়েছেন। মর্ষং শেষে কটি ট্রফি পাবেন এবং সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বিরতির সময় পর্তুগালের জার্সিতে গোল পাবেন কিনা সেদিকে নজর থাকবে ফুটবল বিশ্বের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর