মোদী সরকারের দুর্ধর্ষ স্কিম! এবার এই সরকারি অ্যাপে ২০০ টাকা খরচ করলেই হবে ১ কোটির লাভ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য সামনে এসেছে। যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। মূলত, এবার আপনার স্মার্টফোনে এই অ্যাপটি থাকলেই সেটি আপনাকে কোটিপতি করে দিতে পারে। সম্প্রতি মোদী সরকার (Central Government) একটি নতুন স্কিম নিয়ে এসেছে। যেখানে আপনি ২০০ টাকার GST বিল থেকে ১ কোটি টাকা জিততে পারেন।

আর সেজন্য আপনাকে Google Play Store থেকে “Mera Bill Mera Adhikar” অ্যাপটি সার্চ করে সেটি মোবাইলে ইনস্টল করতে হবে। কারণ এই অ্যাপটিই আপনাকে কোটিপতি করে তুলতে পারে। প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

পুরস্কার জেতার ক্ষেত্রে দিতে হবে এই নথিগুলি: আপনি যদি “Mera Bill Mera Adhikar”-এ লাকি ড্রয়ে বিজয়ী হন, সেক্ষেত্রে আপনাকে ৩০ দিনের মধ্যে ওই অ্যাপে প্যান নম্বর, আধার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। এরপরে পুরস্কারের অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

রয়েছে ১ কোটি টাকা জেতার সুযোগ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১ সেপ্টেম্বর, ২০২৩-এ, মোদী সরকার “Mera Bill Mera Adhikar” নামের একটি স্কিম চালু করেছে। ভারতের সকল নাগরিক এতে অংশ নিতে পারবেন। এই প্রকল্পের অধীনে একাধিক লাকি ড্র অনুষ্ঠিত হবে। যেখানে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করার মাধ্যমে বিলের একটি ছবি আপলোড করে সর্বাধিক ১ কোটি টাকা জিতে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: ক্রমশ এগোচ্ছে ভারত! এবার সেমিকন্ডাক্টর শিল্পেই হবে ১২ লক্ষের কর্মসংস্থান, সামনে এল বড় তথ্য

কারা অংশগ্রহণ করতে পারবেন: এই স্কিমটি আসাম, গুজরাট, হরিয়াণা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, দাদরা নগর হাভেলি সহ দমন ও দিউর জন্য চালু করা হয়েছে। স্কিমটি এক বছরের জন্য জারি থাকবে।

আরও পড়ুন: ধনকুবেরদের তালিকায় এবার ঝোড়ো ব্যাটিং আম্বানি-আদানির! বড়সড় ধাক্কা খেলেন মাস্ক

লাকি ড্র-এর পুরস্কার: এই স্কিমের অধীনে, প্রতি তিন মাসে দু’টি বাম্পার পুরস্কার দেওয়া হবে। যার সর্বোচ্চ মূল্য হবে ১ কোটি টাকা। এছাড়াও, ১০ লক্ষ টাকার ১০ টি মাসিক লাকি ড্র অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১০,০০০ টাকার ৮০০ টি মাসিক লাকি ড্র সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।

If you spend 200 rupees on this government app, you will get a profit of 1 crore

কিভাবে ইনভয়েস আপলোড করবেন:
১. প্রথমে আপনাকে “Mera Bill Mera Adhikar” অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপরে আপনাকে আপনার বিলের ইনভয়েস আপলোড করতে হবে।
২. এর জন্য আপনাকে “My Invoice” অপশনে যেতে হবে। সেখানে আপনি ক্যামেরা, গ্যালারি এবং PDF-এই তিনটি অপশন পাবেন। এমন পরিস্থিতিতে, আপনি ফটো, গ্যালারি বা PDF ফর্ম্যাটে বিলেট ইনভয়েস আপলোড করতে সক্ষম হবেন।
৩. এরপরে, আপনার বিলের সমস্ত বিবরণ যেমন CGST, SGST এবং অন্যান্য লেনদেনের বিবরণ অন্তর্ভুক্ত হবে। তারপরে সাবমিট ইনভয়েসে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে সংশোধনও করতে পারেন। এরপর ইনভয়েস আপলোড করতে হবে এবং ARN জেনারেট হবে।
৪. অবশেষে ARN সহ ইনভয়েসের বিবরণ “My Invoice” সেকশনে পাওয়া যাবে। তবে, মাথায় রাখতে হবে যে, পুরস্কার জেতার ক্ষেত্রে ব্যবহারকারীদের হার্ড কপি নিরাপদে রাখতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর