বিশ্বকাপের দলে সুযোগ হবে না! ভাগ্য ফেরাতে এই বিখ্যাত হিন্দু মন্দিরে প্রার্থনা করলেন চাহাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াইয়ে ব্যস্ত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি মাঝপথে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। চলে ভারতের দল নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল দুই সপ্তাহ আগে। কেন একজন জেনুইন লেগস্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ভারতীয় একাদশে জায়গা দেওয়া হয়নি, সেই প্রশ্ন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই তুলেছিলেন।

চাহাল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েও প্রথম একাদশে জায়গা পাননি। এশিয়া কাপের দলে তাকে রাখার প্রয়োজন মনে করেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মন্ডলী। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এমন স্পিনানদের এই দলে জায়গা দিয়েছেন তারা।

আইসিসির কাছে প্রত্যেকটি দেশকে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ৫ই সেপ্টেম্বর একটি প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে। ৪ তারিখ বিকেল বেলায় সেই স্কোয়াড ঘোষণা করতে পারে ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু সেই প্রাথমিক স্কোয়াডে এশিয়া কাপের মূল দলটিকেই ধরে রাখার সম্ভাবনা বেশি। তাই ভাগ্য ফেরাতে ভগবানের শরণাপন্ন হয়েছেন চাহাল।

এশিয়া কাপ চলাকালীনই ৩ তারিখ অর্থাৎ রবিবার তাকে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের ভাগ‍্যেশ্বর ধাম মন্দিরে। সেখানে পন্ডিত ধৃতিমান শাস্ত্রীর কাছ থেকে আশীর্বাদ নিতে এবং পরামর্শ চাইতে দেখা গিয়েছে ভারতীয় লেগস্পিনার কে। তাকে ঐ চত্বরে দেখে অনেকেই অবাক হয়েছেন এবং সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি সত্যিই সদা হাস‍্যমুখ চাহাল শেষপর্যন্ত ভেঙে পড়তে শুরু করেছেন ভেতরে ভেতরে।

আরও পড়ুন: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও সমালোচিত রোহিত! পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

chahal dhritiman

আরও পড়ুন: কোহলির নিন্দা, পাকিস্তানের প্রশংসা! ফের বিতর্কিত মন্তব্য গৌতম গম্ভীরের

তবে অনেকে মনে করছেন এমন প্রার্থনায় যোগ দিয়ে তার আখেরে কোন লাভ হবে না। চলতি বছরের ৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ৯টি উইকেট পেয়েছেন চাহাল। তার সতীর্থ কুলদীপ যাদবের পরিসংখ্যান চলতি বছরে তার চেয়ে অনেক ভালো। দেশের মাটিতে জাদেজা এবং অক্ষর পেটের ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের অপশনও বাড়ান। তাই ভারতীয় নির্বাচনদের পক্ষে কখনোই চাহালকে সুযোগ দেওয়া সম্ভব না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর