বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে তথা তামিলনাড়ুর মন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। এমকে স্যট্যালিনের ছেলে উদয়নিধি ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন যে, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো সনাতন ধর্মও নির্মূল হওয়া উচিৎ। এরপরই বিজেপির তরফ থেকে তাঁকে একের পর এক আক্রমণ করা হয়। এবার এই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মমতা ব্যানার্জী বলেন, ‘আমি তামিলনাড়ুর জনগণ, সিএম এম কে স্টালিনকে অনেক সম্মান করি। প্রতিটি ধর্মের আলাদা আলাদা অনুভূতি রয়েছে। ভারত হল ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, যা আমাদের মূল বিষয়।” সংবাদ সংস্থা পিটিআই-এর সাথে কথা বলার সময় তিনি বলেন, “আমাদের এমন কোনও বিষয়ে জড়িত হওয়া উচিৎ নয় যা মানুষের একটি অংশকে আঘাত করতে পারে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি সনাতন ধর্মকে সম্মান করি। আমরা যারা পূজা করে, সেই পুরোহিতদের ভাতা দিই। বাংলায় দুর্গাপূজা ব্যাপকভাবে পালিত হয়। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জায় যাই। আমি মনে করি আমাদের সব ধর্মের সম্মান করা উচিত।”