“কোনও ক্রিকেটার নয়, কোহলি আসলে….”, জুতো হাতে বিরাট মন্তব্য নেপালের তারকা ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান এবং ভারত দুই দেশের কাছেই হেরে এশিয়া কাপের (2023 Asia Cup) গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে নবাগত নেপাল। কিন্তু তাদের কিছু ক্ষেত্রে পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিং করতে নেমে তারা বেশ কিছুক্ষণ চাপে রেখেছিলেন বাবর আজমদের। আর ভারতের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে তারকা বোলারদের সামনে ২৩০ রানের স্কোর খাড়া করাটাও সকলে বেশি ইতিবাচক ভাবেই দেখছে। এমনকি ইনিংস ওপেন করতে নামা রোহিত শর্মাকে প্রথম ওভারে ভালোই বেগ পেতে হয়েছিল।

এই অসাধারণ পারফরম‍্যান্সের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাদেরকে সম্মানিত করেছেন ড্রেসিংরুমে গিয়ে। এমনকি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে নেপালের ক্রিকেটারদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। সেখানে শুভমান গিল, ঈশান কিষাণের মতন তারকারা উপস্থিত থেকে করতালি দিয়ে তাদের স্বাগত জানাচ্ছেন।

এরপরে নেপালের তারকা অলরাউন্ডার সোমপাল কামি-র সাথে বিরাট কোহলির সাক্ষাৎ হয়। তিনি কিছুক্ষণ বিরাট কোহলির সাথে কথা বলেন এবং তারপর একটি মন ছোঁয়া মুহূর্ত দেখা গিয়েছে ভিডিওতে। কিছুক্ষণ আগেও মাঠে যারা প্রতিপক্ষ ছিল তারাই বিরাট কোহলিকে যে সম্মান দিলেন তাতে অভিভূত অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী।

kami shoe kohli

দেখা গিয়েছে যে সোমপাল নিজের জুতায় বিরাট কোহলির স্বাক্ষর নিচ্ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেপালের এই ক্রিকেটার লিখেছেন, “এটা আমার কাছে একটা অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত ছিল। বিরাট কোহলি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি আমার ক্রিকেটের প্রতি জড়িত আবেগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতন একটা মুহূর্ত ছিল।”

আরও পড়ুন: সচিনের বিরাট রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা! এশিয়া কাপে নতুন ইতিহাস লিখলেন হিটম্যান

নেপালকে হারিয়ে ভারতীয় দল খুব সহজেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে। পাকিস্তান ছাড়া আর কোন কোন দল তাদের প্রতিপক্ষ হবে সেটা আজকের আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ থেকেই পরিষ্কার হয়ে যাবে। সুপার ফোরের প্রথম ম্যাচের একবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত এবং সেই ম্যাচটি আয়োজিত হবে সেপ্টেম্বর মাসের ১০ তারিখে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর