বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই দিন আগে ঘোষিত হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) ১৫ জনের স্কোয়াড। এমন নয় যে সেই স্কোয়াডটি দেখে প্রত্যেকে সন্তুষ্ট হয়েছেন। অনেকে বলেছেন যে স্কোয়াডটি মোটের ওপর ঠিকঠাকই নির্বাচিত হয়েছে। আবার অনেকে বেশ কিছু ক্রিকেটারের অন্তর্ভুক্তি এবং কিছু ক্রিকেটারকে সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন প্রধান স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড় এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করি এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
এরপর খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মাকেও। তিনি অতীতেও বলেছিলেন যে কিছু এমন ক্রিকেটার যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাননি, তাদের সঙ্গে আলোচনা বসে তার তরফ থেকে সবকিছু খোলসা করে বলাটা তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব বলে মনে করেন।
গতকাল দল ঘোষণার পর তাকে প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছিল যে বেশ কিছু সমালোচক যে দল নির্বাচনের সমালোচনা করছেন তাদের সম্পর্কে তার বক্তব্য কি? কিন্তু এই প্রশ্নের কোনও সরাসরি জবাব দেননি রোহিত শর্মা। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে দল নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেককে সন্তুষ্ট করা তার পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন: বড় ভুল করলো BCCI! ব্যাটিং শক্তিশালী করতে গিয়ে ODI বিশ্বকাপের ভারতীয় দলই হলো ভোঁতা
তিনি বলেছেন, “শুধুমাত্র এখন না, বিশ্বকাপ চলাকালীনও আমি জানতে চাই না যে দল সম্পর্কে কে কেমন মন্তব্য করছেন। তাদের প্রশ্নর জবাব দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা প্রত্যেকে এখানে জাতীয় দলের হয়ে কাজ করছি। যাদের নেওয়া হয়েছে তারা প্রত্যেকে জানে যে তাদের কি করতে হবে।”
আরও পড়ুন: বড় সমস্যার মুখে BCCI! কোচ ও ক্যাপ্টেনকে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, মন্তব্য আগারকারের
গৌতম গম্ভীর, হরভজন সিং, ক্রিস শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটাররা ভারতের দল নির্বাচনের সমালোচনা করেছিলেন। কেন যুজবেন্দ্র চাহালকে দলে নেওয়া হয়নি বা শার্দূল ঠাকুরকে কেন দলে নেওয়া হয়নি, সেই সংক্রান্ত অনেক বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। বিশ্বকাপের সময় ওই সংক্রান্ত প্রশ্নাবলী নিয়ে যে নিজেদের মাথার ওপর অতিরিক্ত চাপ নিতে চান না রোহিত শর্মার আর সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন।