বাংলা হান্ট ডেস্কঃ যখন কলকাতা থেকে শহরতলির যোগাযোগ বৃদ্ধি করতে একাধিক রুটে মেট্রো (Metro) চলুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হচ্ছে, তখন রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে উঠল ঠিক ভাবে টাকা না দেওয়ার অভিযোগ। হলদিরাম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের যে কথা চলছিল তাতে এখন প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। যার জেরে থমকে পরিকল্পনা।
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেক্টর ফাইভ থেকে হলদিরাম হয়ে তেঘরিয়া পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজে ৫০ শতাংশ অর্থ রাজ্য সরকারের প্রদান করার কথা। আর বাকি ৫০% দেবে রেলবোর্ড। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর দাবি নিজের ভাগের টাকা দিতে চাইছেনা রাজ্য।
এই বিষয়ে গতকাল কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন, ৫০ শতাংশ টাকা দিতে নারাজ রাজ্য। তিনি বলেন, যেহেতু এখনও রাজ্য তরফ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বা আগ্রহ দেখানো হয়নি তাই অর্থ দিতে পারলে রাজ্য তা পরিষ্কার করে জানিয়ে দিলে ভালো হয়। তাহলে প্রকল্পের পুরো টাকা দেওয়ার জন্য রেল তারা বোর্ডের কাছে আবেদন করবেন।
আরও পড়ুন: যাদবপুরের পর রানিগঞ্জ! স্কুলছাত্রকে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে প্রস্রাব খাওয়ানোর অভিযোগে তোলপাড়
বুধবার সাংবাদিক বৈঠকে ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন ওই রুটে মেট্রো সম্প্রসারণের জন্য ২,৩৬৫ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল। যার অর্ধেক অর্থ রাজ্য সরকারের দেওয়ার কথা থাকলেও তারা এই বিষয়ে কোনও আগ্রহ দেখাচ্ছেন না। তাই কাজও শুরু করা যাচ্ছে না।
আরও পড়ুন: প্রাথমিক টেট নিয়ে বড় খবর! হাইকোর্টে বহাল রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়
এমনকি আদেও এই কাজ শুরু হবে কী না সেই নিয়েও আশঙ্কার মেঘ। ডিরেক্টর জানান রাজ্যকে আরও একবার অনুরোধ করার পরও যদি এই বিষয়ে এগিয়ে আসে তাহলে রেলবোর্ডকে সম্পূর্ণ অর্থ দিতে অনুরোধ করা হবে। যদি রেলবোর্ডের তরফেও সেই টাকা না পাওয়া যায়, তাহলে গঙ্গার এপারে ইস্ট-ওয়েস্ট মেট্রো সল্টলেক সেক্টর ফাইভেই আটকে থাকবে।