বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুদিন আগেই ভারতের ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) নির্বাচন নিয়ে অনেকেই এক সন্তুষ্ট আবার অনেকে মনে করছেন বেশ কয়েকটা জায়গায় খামতি রয়ে গিয়েছে। এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্বে যখন রোহিত শর্মারা মাঠে নামবেন তখন একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে বিশ্বকাপে নামার আগে কেমন ছন্দে রয়েছে ওই ভারতীয় স্কোয়াড।
আপত্তির জায়গাগুলি:
বেশিরভাগ প্রাক্তন ভারতীয় তারকা যে রকম দল নির্বাচন হয়েছে তা নিয়ে সন্তুষ্ট নন। রবি শাস্ত্রীর মতো ব্যতিক্রমী দু-একজনকে বাদ দিলে অনেকেরই দল গঠন নিয়ে আপত্তি রয়েছে। নির্বাচকরা কেন অশ্বিনের মতো একজন জেনুইন অফ স্পিনার বা চাহালের মতো একজন জেনুইন লেগস্পিনারকে ছাড়া মাঠে নামার সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আশাবাদী কাইফ:
তবে সমালোচকদের সঙ্গে একই পথে হাঁটছেন না প্রাক্তন ভারতীয় ব্যাটের মহম্মদ কাইফ। তিনি এই ভারতীয় দলকে নিয়ে আশাবাদী। এমনকি চোট কাটিয়ে ফেরা লোকেশ রাহুল-কেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। আর অফস্পিনার নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদেরকে অবাক করে দিয়ে তিনি জানিয়েছেন যে ভারতের ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডে একজন রয়েছে যিনি এই অফস্পিনারের কাজটা সঠিকভাবে করে দিতে পারবেন।
ভারতের সারপ্রাইজ অফস্পিনার:
কাইফ এখানে বলতে চেয়েছেন কুলদীপ যাদবের কথা। তিনি বলেছেন, “বিশ্বকাপে রোহিত শর্মার তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব। সব ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী তিনি। তার ১৪১টি ওয়ান ডে উইকেটের মধ্যে ৮১জন ডান হাতি এবং ৬০ জন বাম হাতি। আশ্চর্যের কিছু নেই যে ভারতীয় দলে কোনও অফস্পিনার নেই।”
আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের
ভারতের বিশ্বকাপের স্কোয়াড: রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, শুভমান গিল, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল।