বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে গণ পরিবহনের মেরুদন্ড বলা হয় রেল ব্যবস্থাকে। যে রেলের গোড়া পত্তন হয়েছিল ব্রিটিশ আমলে, সেই রেল পরিষেবা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা ভরসা রাখি রেলের (Indian Railways) উপর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অফিস-স্কুল-কলেজ বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য রেলকে বেছে নেন।
পশ্চিমবঙ্গেও রেল ব্যবস্থা যথেষ্ট জনপ্রিয়। যারা কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে চান, তারা ভরসা রাখেন রেলের উপর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের পক্ষ থেকেও প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রেল এবার এমন একটি উদ্যোগ নিয়েছে যা শুনলে আপনিও আনন্দে লাফিয়ে উঠবেন।
আরোও পড়ুন : ভুলে যান আধার, এবার আসছে এই বিশেষ কার্ড! রাজ্যবাসীর জন্য বড় ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের
যারা কলকাতা থেকে ঝাড়গ্রাম অথবা ঝাড়গ্রাম থেকে কলকাতা যাতায়াত করেন তাদের জন্য পুজোর আগে এটি একটি বড় পাওনা। রেল সূত্রে খবর, এবার থেকে ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দেবে হাওড়া-বড়বিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে এই ট্রেনটি বুধবার সকাল ৬:২০ মিনিটে ছাড়ার পর সকাল ৮:২৪ মিনিটে গিয়ে পৌঁছায় ঝাড়গ্রাম স্টেশনে।
নতুন স্টপেজের ফলে মাত্র দু ঘন্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে ঝাড়গ্রাম। ফিরতি পথে এই ট্রেনটি ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে সন্ধ্যা ৬:০৮ মিনিটে। রাত ৮ঃ৫৫ মিনিটে ট্রেনটি এসে পৌঁছাবে হাওড়া। এবার থেকে দিনের দিন যাত্রীরা কলকাতা থেকে ঝারগ্রাম অথবা ঝাড়গ্রাম থেকে কলকাতায় যাতায়াত করতে পারবেন খুব সহজে।