পুজোর আগে বড় উপহার রেলের! একসঙ্গে চালু হচ্ছে ৯টি বন্দে ভারত, বাংলার কোন রুটে ছুটবে?

বাংলাহান্ট ডেস্ক : দেশে গত দু মাসে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে নতুন করে উদ্বোধন হয়নি বন্দে ভারতের (Vande Bharat Express)। তবে জানা যাচ্ছে এবার উদ্বোধন হতে চলেছে নতুন নয়টি বন্ধের ভারত এক্সপ্রেসের। নতুন এই বন্দে ভারতগুলি ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বিভিন্ন গন্তব্যে রওনা দিয়েছে। এই নয়টির মধ্যে একটি বন্দে ভারত আসছে পশ্চিমবঙ্গে।

সূত্রের খবর, নতুন নয়টি বন্দে ভারত শুরু হতে চলেছে বলে রেল সূত্রে জানা গেছে। সবথেকে বেশি বন্দে ভারত পেতে চলেছে দক্ষিণ রেলওয়ে। তাদের কাছে যাচ্ছে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও একটি করে বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে পূর্ব-মধ্য রেল, পূর্ব উপকূলীয় রেল, পশ্চিম রেল, দক্ষিণ-মধ্য রেল, উত্তর-পশ্চিম রেল।

আরোও পড়ুন : এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়সড় ঘোষণা কলকাতা পুরসভার! উপকৃত হবেন আমজনতা

তবে এখনো পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হয়নি কোনো আঞ্চলিক রেলওয়েকে। সূত্রের খবর, ভোটের কথা মাথায় রেখে এই একটি বন্দে ভারত দেওয়া হতে পারে মধ্যপ্রদেশ বা রাজস্থানকে। সূত্র অনুযায়ী, যে নয়টি বন্দে ভারত শুরু হতে চলেছে সেগুলির প্রত্যেকটি আট কোচের। অর্থাৎ বলা যেতে পারে খুব শীঘ্রই চালু হতে চলেছে মিনি বন্দে ভারত এক্সপ্রেস।

vande bharat new look 1688830928021 1688830928162

যে বন্দে ভারত এক্সপ্রেসটি পূর্ব-মধ্য রেলকে দেওয়া হয়েছে সেটি চলাচল করবে পাটনা থেকে হাওড়ার মধ্যে। ইতিমধ্যেই এই রুটে বহুবার ট্রায়াল রান করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই রুটে পরিষেবা কবে শুরু হবে তা জানানো হয়নি। পূর্ব উপকূলীয় রেল যে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে সেটি চলাচল করবে পুরী এবং রৌরকেল্লার মধ্যে। প্রসঙ্গত এটি উড়িষ্যার দ্বিতীয় বন্দে ভারত হতে চলেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর