ফাঁস হলো রহস্য! রোহিত বা কোহলি নন, এই পাকিস্তানি তারকাই শুভমান গিলের পছন্দের ক্রিকেটার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) কাল দ্বিতীয়বার এশিয়া কাপে (2023 Asia Cup) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। প্রথম সাক্ষাতে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচটি সম্পূর্ণ করা যায়নি বৃষ্টির কারণে। তবে সেই ম্যাচে পাকিস্তানের বোলিংয়ের সামনে প্রবল সমস্যায় পড়েছিল ভারতের ব্যাটিং। দ্বিতীয় ম্যাচে যাতে সেই একই ভুল না হয় সেইজন্য অনুশীলনে ব্যাটিং নিয়ে আলাদা করে প্রস্তুতি নিচ্ছে ভারত।

আগামীকাল সেই হাইভোল্টেজ ম্যাচ। সুপার ফোরে প্রথমবার মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভমান গিল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যাট হাতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু নেপালের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। তিনি জানিয়েছেন যে অন্যান্য তারকা ক্রিকেটারদের মতো বাবর আজমকেও তিনি অনুসরণ করেন।

class babar

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বাবর আজমের প্রশংসা করে শুভমান বলেছেন, “যে কোনও দলের যে কোনও ব্যাটার যদি ভালো পারফরম্যান্স করে, তাহলে সবাই কমবেশি তাকে অনুসরন করে। তার বিশেষত্ব বা সফলতার কারণ কি, সেটা জানতে চায়। আমরাও এই জিনিসগুলো মেনে চলি। বাবর আজমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিশ্বমানের ক্রিকেটার তিনি। আমরা তার খেলা দেখি, প্রশংসা করি৷”

আরও পড়ুন: কোহলি সেরা নন, বিশ্বকাপের আগে ফের বিতর্কিত মন্তব্য গম্ভীরের! ঠুকলেন সচিনকেও

তবে যতটা নরম ভাবে গিল এই কথা প্রকাশ করেছেন ততটা নরম বাবর ছিলেন না সাংবাদিক সম্মেলনে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়ে গেলেন যে এই দ্বৈরথে তারাই কিছুটা এগিয়ে রয়েছেন। পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে বিশ্বকাপে হয়তো ভারতীয় দলের ধারেকাছে আসে না পাকিস্তান। কিন্তু সেই পরিসংখ্যান সম্পূর্ণ বদলে যায় যখন এশিয়া কাপের ইতিহাস দেখা হয়। কাজেই পাকিস্তানকে হালকা ভাবে নেওয়ার কোন উপায় নেই।

আরও পড়ুন: অক্ষর বা জাদেজা নন, ভারতকে ODI বিশ্বকাপ জেতাবেন এই অফস্পিনার! BCCI-কে জানালেন কাইফ

কেন তারা ভারতের থেকে এগিয়ে আছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিনি জানিয়েছেন যে গত কয়েক মাস ধরে তারা এখানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। ফলে ভারতের চেয়ে পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদের ভালো ধারণা রয়েছে, যে ব্যাপারটা তাদেরকে বাড়তি সুবিধা দেবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর