বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আচমকা তলব করা হল রাজভবনে। রাজভবন সূত্রে খবর, রাজভবনে রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একদিকে যখন সিভি আনন্দ বোসের সাথে টানাপড়েন চলছে রাজ্যের, ঠিক সেই সময় কেন তিনি রাজ্যের মুখ্য সচিবকে তলব করলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।
তবে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি কোনো পক্ষই। আজ বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে রাজ্যের মুখ্য সচিব রাজভবনে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে রাজ্যপালের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যের সাথে রাজ্যপাল সিভি আনন্দে বোসে রীতিমত আদায়-কাঁচকলায় সম্পর্ক দাঁড়িয়েছে।
আরোও পড়ুন : পশ্চিমবঙ্গে এবার ইলিশ দুর্নীতি! লক্ষ লক্ষ টাকা নয়ছয়, মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি
বিগত কয়েকদিন ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে। রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে বসিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অধ্যাপক গৌতম মজুমদারকে।
আরোও পড়ুন : লোকসভা ভোটে ফের প্রচারে নামছেন আব্বাস? দাদাকে নিয়ে বড় মন্তব্য করলেন নওশাদ
রথীন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে। কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যপালের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিতে নারাজ। শনিবার সকালে সাংবাদিকদের রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ খোলেন। তারপরেই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতির অন্দরে।
তিনি বলেন, “অপেক্ষা করুন আজ মধ্য রাতের জন্য। দেখতে পাবেন কাকে অ্যাকশন বলে।” এরপর নাম না নিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু পাল্টা টুইট করে বলেন, “‘সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে। নাগরিকেরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’’