এবার সনাতন ধর্মকে নিয়ে কুকথা, আবারও বিতর্কে প্রকাশ রাজ! পড়তে হলে রোষের মুখেও

বাংলা হান্ট ডেস্কঃ সনাতন ধর্ম ধ্বংসের কথা বলে ফের বিতর্কে জড়ালেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি ‘সনাতন ধর্ম’কে রোগের সঙ্গে তুলনা করেন। প্রকাশ বলেন, রাম নবমীর জুলুসে ১৮ বছর বয়সি এক যুবকের হাতে তলোয়ার দেখে আমি ব্যথিত হয়েছি। ১৮ বছরের শিশুকেও ধর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। কোনও শিশুকে ধর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া কি সনাতন নয়? এটা ডেঙ্গু জ্বরের মতো, যা দূর করা দরকার। আমরা কোন দেশে বাস করছি?’ এই অনুষ্ঠানে পাশাপাশি কর্নাটকে এক মুসলিম বাস কন্ডাক্টরের টুপি খোলার ঘটনারও উল্লেখ করেন তিনি।

প্রকাশ আরও বলেন, ‘আম্বেদকরের কারণে অস্পৃশ্যতা চলে গেলেও কিন্তু মানুষের মানসিকতা এখনও দূর হচ্ছে না।’ উল্লেখ্য, এর আগেও হিন্দু বিরোধী মন্তব্য করায় প্রকাশ রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়। রবিবারই রাজের কালবর্গী সফরের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়। বেশ কয়েকটি হিন্দু দল সেখানে বিক্ষোভ করে। সেই শহরে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞার দাবি তোলা হয়।

কয়েক সপ্তাহ আগে কর্নাটকের শিবমোগায় পৌঁছেছিলেন রাজ। সেখান থেকে তিনি চলে যাওয়ার পর বিভিন্ন সংগঠন গোমূত্র ছিটিয়ে প্রতিবাদ করে। আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দেয় একাধিক হিন্দু সংগঠন।

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রযান-৩ নিয়েও বিদ্রুপ করেছিলেন রাজ। জামা ও লুঙ্গি পরা কার্টুন চরিত্রে চা-ওয়ালার ছবি পোস্ট করেছিলেন। যেখানে ওই চরিত্রকে এক পাত্র থেকে আরেক পাত্রে চা ঢালতে দেখা গিয়েছিল। চায়ের পাশাপাশি তাঁর শরীরও যেন খানিকটা বেঁকে রয়েছে। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘ল্যান্ডার বিক্রমের মাধ্যমে চাঁদের প্রথম ছবি।’ যা নিয়ে দেশজুড়ে চরম সমালোচনা হয়। এরপর কার্যত সাফাই দেন তিনি। কিন্তু এবার ধর্মীয় ভাবাবেগ নিয়ে মন্তব্য করলেন প্রকাশ‌ রাজ।


Monojit

সম্পর্কিত খবর