বাংলাহান্ট ডেস্ক : নবান্নের আনাচে-কানাচে অনেকদিন ধরেই চর্চা চলছিল। অবশেষে জল্পনাই সত্যি হল। দায়িত্ব কমিয়ে দেওয়া হল মন্ত্রী বাবুল সুপ্রিয়র। পর্যটন দফতর থেকে সরানো হল বালিগঞ্জের বিধায়ককে। এবার থেকে পর্যটন দফতরের দায়িত্ব পালন করতে হবে ইন্দ্রনীল সেনকে। বাবুল সুপ্রিয়কে তথ্য-প্রযুক্তি ও অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বলা বাহুল্য, এদিন রাজ্য মন্ত্রিসভায় একাধিক রদবদল হয়েছে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) দায়িত্বে পর্যটন ছাড়াও তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর ছিল। আইটি দফতর এর পরেও বাবুলের কাছেই থাকবে। পর্যটন দফতর হারিয়ে নতুন মন্ত্রক পেয়ে সোশ্যাল সাইট এক্স-এ নিজের বক্তব্য জানালেন অপ্রচলিত শক্তি উৎস মন্ত্রী হওয়া বাবুল সুপ্রিয়।
আরোও পড়ুন : চুপিসারে Jio’র অতি জনপ্রিয় প্ল্যানে বড়সড় বদল! মাথায় হাত পড়তে চলেছে গ্রাহকরা
দীর্ঘ পোস্টে বাবুল লিখলেন, “এর আগে আমি কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একজন মন্ত্রী হিসাবে কাজ করেছি। ফলে আমি সেখানে যে সব অভিজ্ঞতা হয়েছে, তা রাজ্যের নতুন শক্তির এই ক্ষেত্রে সেই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।”বাবুল নিজের এই পোস্টের শুরুতেই বুঝিয়ে দেন, দলনেত্রীকে বলার পরই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
https://twitter.com/SuPriyoBabul/status/1701193818509578486?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1701193818509578486%7Ctwgr%5E039ae35f8c205fcba3edd91c0744c09a26293343%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fkolkata%2Fbabul-supriyo-reaction-on-new-ministry-in-west-bengal-sb-1275774.html
এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বাবুল সুপ্রিয় লেখেন, “শান্তি ও মনে দিয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কাজের ক্ষেত্রে একজনের দক্ষতা বাড়ায়। আবারও ধন্যবাদ মাননীয় দিদি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।” তবে, বাবুল সুপ্রিয়র এই নয়া পোস্টকে ঘিরে যে তুমুল শোরগোল উঠেছে তা বলাই বাহুল্য।