বাংলা হান্ট ডেস্ক: ডিজেল (Diesel Fuel) চালিত গাড়ির (Car) দাম বৃদ্ধির কথা শোনা গিয়েছিল। শোনা যাচ্ছিল, ডিজেল-চালিত গাড়ির উপর ১০ শতাংশ জিএসটি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)।
গণমাধ্যমে নিজেই গড়কড়ি জানালেন, ‘ডিজেল চালিত যানবাহনের উপর অতিরিক্ত ১০ শতাংশ জিএসটি আরোপ করার কোনও প্রস্তাব এখনও পর্যন্ত নেই। কেন্দ্রীয় সরকার এমন কোনও প্রস্তাব বিবেচনা করছে না।’ এরই পাশাপাশি তিনি অবশ্য লেখেন, ‘২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ শূন্য নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ভারত। ডিজেলের মতো বিপজ্জনক ক্ষতিকারক জ্বালানির কারণে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। তাই অটোমোবাইল বিক্রির দ্রুত বৃদ্ধির জন্য সবুজ বিকল্প জ্বালানি সক্রিয়ভাবে গ্রহণ করা অপরিহার্য। এটি সাশ্রয়ী, দেশীয় এবং দূষণমুক্ত হবে।’
উল্লেখ্য, ডিজেল চালিত গাড়ির দাম বৃদ্ধি হতে পারে বলে এমন খবর আসে কয়েকদিন আগেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নীতিন গড়কড়ি একটি চিঠি দিচ্ছেন বলেও জানা গিয়েছিল। যার প্রভাব পড়েছিল শেয়ার বাজারেও। টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং অশোক লেল্যান্ড-এর মত ডিজেল চালিত বড় গাড়ি তৈরির ভারতীয় সংস্থাগুলির শেয়ারের দর নেমে যায়। তবে কেন্দ্রীয় মন্ত্রী এবার সাফ জানিয়ে দিলেন ডিজেল চালিত গাড়ির করে কোনও বদল আসছে না।
উল্লেখ্য, পেট্রোল-ডিজেল চালিত গাড়ি থেকে ধীরে ধীরে গ্রিন এনার্জি বা ই-গাড়ির দিকে ঝুঁকেছে কেন্দ্র। বেশ কয়েকটি সংস্থা এই ধরনের গাড়িও তৈরি করছে। খোদ কেন্দ্রীয় সরকার, তাতে ভর্তুকিও দিচ্ছে। ভারতে এই ই-যান পাকাপাকিভাবে চালু হলে বায়ুদূষণ ব্যাপকহারে কমে যাবে বলে মত বিশেষজ্ঞদের।