‘অহংকারীদের জোট, সনাতন ধর্মকে শেষ করতে চায়’, I.N.D.I.A কে তীব্র আক্রমণ মোদীর

বাংলা হান্ট ডেস্ক: বিরোধীদের জোটকে আক্রমণ করতে সনাতন-ইস্যুকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। মধ্যপ্রদেশের বিনার (Bina) জনসভা থেকে ইন্ডিয়া (INDIA) জোটকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সনাতন (Sanatana) ধর্মের কথা উল্লেখ করে এদিন তিনি বলেন, ‘অহংকারী জোট সনাতনকে ধ্বংস করতে চায়। আজকের ভারত বিশ্বকে সংযুক্ত করার ক্ষমতা দেখাচ্ছে। আমাদের ভারত বিশ্ব মঞ্চে বিশ্ববন্ধু হিসেবে সবার কাছে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে, কিছু দল আছে যারা দেশ এবং সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা একসঙ্গে I.N.D.I.A জোট করছে। ওদের নেতা কে হবেন, সেটাও ঠিক হয়নি। নিজেদের মধ্যেই ওদের বিভ্রান্তি রয়েছে। মুম্বইয়ে (Mumbai) কয়েকদিন আগে এদের বৈঠক হয়। সেখানে অহংকারী জোট কীভাবে চলবে তার নীতি-নৈতিকতা তৈরি হয়েছে। সেখানে হিডেন অ্যাজেন্ডাও তৈরি হয়েছে। এদের নীতি হচ্ছে সনাতনকে ধ্বংস করে দেশকে এক হাজার বছর দাসত্বের দিকে ঠেলে দেওয়া। আজ তারা প্রকাশ্যে সনাতনকে টার্গেট করতে শুরু করেছে কাল আমাদের উপর হামলা বাড়াবে। সারা দেশের সকল সনাতনী, যাঁরা আমাদের দেশকে ভালোবাসে তাঁদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ মোদী আরও বলেন, ‘বিজেপি (BJP) জনশক্তি, দেশপ্রেম এবং জনসেবায় নিবেদিত। ঐক্যের মাধ্যমে এই বিরোধী জোটের পরিকল্পনা নস্যাৎ করাই আমাদের সংগঠনের শক্তি। এটাই বিজেপি সুশাসনের মূল মন্ত্র।’

উল্লেখ্য, সামনেই মধ্যপ্রদেশে (Madhyapradesh) বিধানসভা ভোট। এই রাজ্য-সহ মোট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন লোকসভা ভোটের আগে বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট। এই পাঁচ রাজ্যে ফল আশানুরূপ না হলে বিরোধী জোট আরও কিছুটা মাইলেজ পাবে বলে মনে করছে গেরুয়া শিবির। তাই কোনওভাবেই জমি ছাড়তে নারাজ বিজেপি।

তবে শাসক-বিরোধী উভয়পক্ষই প্রচার শুরু করে দিয়েছে। এদিন ৫০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি শিল্প প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই জনসভা থেকে কংগ্রেসকেও তুলোধনা করেন মোদী। তিনি বলেন, ‘যারা দীর্ঘকাল ধরে মধ্যপ্রদেশে শাসন করেছে, তারা দুর্নীতি এবং অপরাধ ছাড়া আর কিছুই করেনি।’

Monojit

সম্পর্কিত খবর