বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন থেকে দফায় দফায় বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। আজও একই দশা। সকাল থেকে আকাশের মুখভার। কর্মব্যস্ত দিনে বৃষ্টির তাণ্ডব আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
সেই নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত তা অবস্থান করছে। ধীরে ধীরে করে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। যার প্রভাবে প্রতিবেশী রাজ্য ওডিশা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টি হতে পারে। আজ ও কাল ভালো বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও (West Bengal)।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? দক্ষিণবঙ্গের নানা জেলায় কালো করে এসেছে আকাশ। সকাল থেকে বৃষ্টিও চলছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আজ বিকেলের দিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা (Kolkata) এবং তার আশেপাশের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: জেরায় ডাকলেই কেন সবসময় কালো টি শার্ট পরে হাজির হন অভিষেক? শেষমেষ ফাঁস গোপন তথ্য
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আপাতত রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: ‘টাকার অঙ্কের আগে আর একটি সংখ্যা লিখে..’, TMC নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কাউন্সিলর
উত্তরবঙ্গে আজ সেরম বৃষ্টি না হলেও গত কিছুদিনে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হলেও হতে পারে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকার সম্ভাবনা। যদিও শুক্রবার থেকে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস।