বাংলা হান্ট ডেস্ক: শিল্পের খোঁজে দীর্ঘদিন পর মঙ্গলবার বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে বর্তমানে তিনি রয়েছেন মাদ্রিদে (Madrid)। যাবেন বার্সেলোনাতেও। ১১ দিনের এই দীর্ঘ সফরে বিভিন্ন বৈঠক করবেন তিনি। যোগ দেবেন শিল্প সম্মেলনেও। কিন্তু এরই মাঝে একটু অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ফিটনেশ ফ্রিক মুখ্যমন্ত্রী রোজই বাড়িতে ট্রেডমিলে হাঁটেন। বিদেশের মাটিতে গিয়েও তার অন্যথা হল না। বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তাকর্মী থেকে শুরু করে বাংলার বেশ কয়েকজন সাংবাদিক। হাঁটতে হাঁটতে এদিন তিনি জগিং-ও করেন। সেই ভিডিও ইন্সটাগ্রামে নিজেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রিফ্রেশিং’। শুধু তিনিই নন, বাকিরাও জগিং-এ সঙ্গ দেন মমতার। উল্লেখ্য, একাধিকবার দার্জিলিং (Darjeeling) সফরে গিয়েও পাহাড়ের উঁচু-নিচু রাস্তাতেও জগিং করেছেন মুখ্যমন্ত্রী। এবারের ভিডিও-ও রীতিমতো ভাইরাল হয়েছে।
View this post on Instagram
অন্যদিকে, সকলেরই জানা গান-বাজনা ভালোবাসেন মুখ্যমন্ত্রী। শহিদ দিবসের মঞ্চ হোক কিংবা ধর্না মঞ্চ প্রতিবাদের ভাষা হিসেবে গানকেও বেছে নিয়েছেন তিনি। কখনও কখনও একাধিক পুজো কমিটির গানও (Song) লিখেছেন তিনি। এবার সেই মুখ্যমন্ত্রীই বিদেশের মাটিতে অ্যাকর্ডিয়ন বাজালেন। ওই বাদ্যযন্ত্রে ‘উই শ্যাল ওভার কাম’ গানের তিন-চার লাইন একেবারে নিখুঁতভাবে বাজান তিনি। এই ভিডিওটিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সঙ্গীত চিরকালের জন্য। সঙ্গীতের সঙ্গে বেড়ে ওঠা এবং পরিণত হওয়া উচিত। যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অনুসরণ করতে হবে।’ গানের পর বলে ওঠেন, ‘থ্যাঙ্ক ইউ’। এই ভিডিওটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)।
View this post on Instagram
পাশাপাশি এদিন মর্নিং ছবিরও পোস্ট করেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর এই সফরে দেখা গিয়েছে, তিনি দুবাইয়ের বিমানবন্দরে যাওয়ার পথে মেট্রোয় দাঁড়িয়ে যাত্রা করেছেন। এবার ফুরফুরে মেজাজের কিছু দৃশ্য দেখা গেল তাঁর।