‘বিয়েটা ছেলেখেলা নয়’, ইন্ডাস্ট্রিতে ডিভোর্সের বহর দেখে বিষ্ফোরক মধুবনী

বাংলা হান্ট ডেস্ক : সফর শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালের হাত ধরে। সেই সফরেই খুঁজে পেয়েছিলেন গোটা জীবনের সফর সঙ্গীকে। আজ আমরা কথা বলছি জনপ্রিয় টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) কথা। বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও স্বামী-সন্তান-সংসারকেই বেশি প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। খ্যাতির শীর্ষে থেকেও সন্তানের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব বাড়িয়েছেন ঠিকই তবে অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ আজও রয়ে গিয়েছে। তার চাল চলন, কথাবার্তা সবকিছুতেই যেন একটা মিষ্টতার ছোঁয়া। যেখানে আজকের দিনে সম্পর্ক মানেই ছাড়া ধরার খেলা, সেখানে রাজা আর মধুবনীর এমন সুন্দর কেমিস্ট্রি নজর কাড়ে বৈকি। তো এহেন নায়িকাই এবার মুখ খুললেন ইন্ডাস্ট্রি নিয়ে।

মধুবনীর কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা আজকে একজনের সাথে কালকে একজনের সাথে। আমি আর রাজা তো রাত্রিবেলা এসব নিয়ে হাসাহাসি করি। এরা কীকরে পারে, এটা কীকরে সম্ভব? প্রকৃত প্রেম ভালোবাসা থাকলে তো এগুলো হতে পারেনা। মানুষের এখন মেইন ইসু হল প্রতারনা। আজকে এ ওকে ঠকিয়ে ফেলছে কালকে ও একে ঠকিয়ে ফেলছে।’

আরও পড়ুন : ‘জওয়ান’ তো ট্রেলার, পরপর ৬ টি ছবি নিয়ে ধামাকা করতে আসছে শাহরুখ খান

এদিন মধুবনী সোজাসাপ্টাই বলে দিলেন, ‘এখনকার দিনে বিয়েটা ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে।’ তার কথায়, সম্পর্ক যদি একটা বাড়ি হয় তাহলে বিশ্বাস, ভালোবাসা, সম্পর্কে সৎ থাকা, এবং ভালোবাসার মানুষটাকে শ্রদ্ধা করা সেই বাড়ির চারটি ভীত। আর এই ভীতটাই আজকের দিনে বড় ক্ষণস্থায়ী। মধুবনীর কথায়, ‘সম্পর্কের মর্যাদা দিতে না পারলে, কারও বিয়ে করা উচিত নয়।

আরও পড়ুন : সেরা তিনে নেই ‘জগদ্ধাত্রী’, বেঙ্গল টপার কে? রইল ওলট পালট করা TRP

new project 2 22

নায়িকা মনে করেন, কমিটমেন্ট দিয়ে তা পালন করতে না পারলে বিয়ে করাই উচিত নয়। বরং লিভ ইন করা ভালো। তাই যাদের মনে হয় আজ একজনকে ভালো লাগছে কাল অন্য কাউকে ভালো লাগছে তাদের উদ্দেশ্যে মধুবনীর পরামর্শ, ‘তোমরা সম্পর্কের মর্যাদা দিতে না পারলে বিয়ে করোনা, তবে তোমরা লিভিং তো করতেই পারো’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর