বাড়ছে পৃথিবীর সঙ্গে দূরত্ব, সহজেই বদলাল চতুর্থ কক্ষপথ! সূর্যর আরোও কাছে ISRO’র আদিত্য এল-১

বাংলাহান্ট ডেস্ক : ইসরোর সৌরযান আদিত্য-এল১ আরো খানিকটা অগ্রসর হল সূর্যের দিকে। ভারতের পাঠানো এই সৌরযান আরো একটি কক্ষপথ বদলে ফেলেছে বৃহস্পতিবার রাতে। ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, এই মহাকাশযানটি চতুর্থবারের জন্য কক্ষপথ বদল করেছে বৃহস্পতিবার রাতে। আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথে পা রেখেছে।

আদিত্য-এল১ এর আগে প্রথম-দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথ পরিবর্তন করেছিল গত ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর। এক্স প্ল্যাটফর্মে ইসরো জানিয়েছে, “সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে সৌরযান। আমরা সৌরযানের উপর নজর রাখছি মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে। পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকেও চালানো হচ্ছে নজরদারি।”

আরোও পড়ুন : এবার নাসার পক্ষ থেকে প্রকাশ করা হল নীলাভ বাদামি রঙের এই গ্রহের ছবি! জানেন এটি কী?

ইতিমধ্যেই আরো বৃদ্ধি পেয়েছে মহাকাশযানটির গতি।ভারতীয় মহাকাশ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে আদিত্য-এল১। এই অবস্থানের অর্থ হল, আদিত্য-এল১ বর্তমান কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে তখন তার দূরত্ব দাঁড়াবে ২৫৬ কিলোমিটার আর সব থেকে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার।

aditya l 1

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর, রাত আড়াইটে নাগাদ ফের একবার কক্ষপথ পরিবর্তন করতে চলেছে আদিত্য-এল১। পৃথিবীর টান ত্যাগ করতে সৌরযানটির এটিই হতে চলেছে শেষ পদক্ষেপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ টান থেকে বেরিয়ে আদিত্য-এল১ এর আরও ১১০ দিন লাগবে পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর