বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনা। গত দুদিনের মতো আজও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী দুদিন প্রতিবেশী রাজ্য ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হবে। যদিও এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আজ কম (West Bengal)।
আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে এখনই বৃষ্টি কমবে না রাজ্যে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বর্ষণ চলছে।
ওদিকে ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। যার জেরে এখনও বেশ কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: ‘দুর্গা’ বানান ভুল! এই বিদ্যে নিয়ে শিক্ষকতা? চাকরিপ্রার্থীর আবেদনই খারিজ করে দিলেন বিচারপতি
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? আজ ও আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি রকম বৃষ্টি হতে পারে। সঙ্গে দোসর হতে পারে বজ্রবিদ্যুত।
যদিও শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে৷ এই দুদিন তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে জেরবার হবে মানুষ। সোমবার থেকে ফের চলবে বৃষ্টির তাণ্ডব। এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মমতার এক ঘোষণায় মহা বিপাকে রাজ্যের সমস্ত BJP বিধায়কেরা! এবার কী করবেন শুভেন্দু?
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির না সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কালকের পর আরও কমবে বৃষ্টি। বাড়বে গরম।