মাধ্যমিক পাশে রেলওয়ে চাকরির সুযোগ! অসংখ্য শূন্য পদে হবে নিয়োগ, বিস্তারিত জানুন

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাশ? তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। মাধ্যমিক উত্তীর্ণ হলেই রেলওয়েতে রয়েছে চাকরির সুযোগ। কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের ৭ টি রেল ডিভিশনে। শূন্য পদে নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে ইস্টার্ন রেলওয়ে।

শূন্য পদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৩১১৫টি। ডিভিশন অনুযায়ী শূন্য পদের সংখ্যা হল- হাওড়া বিভাগ -৬৫৯

লিলুয়াহ বিভাগ -৬১২

শিয়ালদহ বিভাগ-৪৪০

কাঁচরাপাড়া ওয়ার্কশপ -১৮৭

মালদা বিভাগ -১৩৮

আসানসোল বিভাগ -৪১২

জামালপুর ওয়ার্কশপ -৬৬৭

আরোও পড়ুন : পুজোয় দার্জিলিং সফরের আগেই বড়সড় চমক! চালু হচ্ছে সরকারি অ্যাপ, দুর্দান্ত ব্যবস্থা জিটিএ’র

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে।

বয়সসীমা: নূন্যতম ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। SC/ST প্রার্থীদের পাঁচ বছর এবং OBC প্রার্থীদের তিন বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে বয়সের ক্ষেত্রে।

আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য প্রার্থীকে যেতে হবে https://er.indianrailways.gov.in/ এই ওয়েবসাইটে। সেখানে নির্দিষ্ট নোটিফিকেশন বেছে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নিজেকে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর যথাযথভাবে ফিলাপ করতে হবে ফর্ম। প্রয়োজনীয় নথি সহ সেটিকে সাবমিট করতে হবে।

problem with job interviews 3a81e363994dd204dcc55f88982c3231990c7086039a9b7aacccbd0cb3d136ab9812fe6c5c8c6ba8f1d04085ce21c9d6cc7bbbbbe7b8757baa371af23e444f00

আবেদন মূল্য: সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য ১০০ টাকা। তবে আবেদন মূল্য দিতে হবে না SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের।

আবেদনের সময়সীমা: ২৭শে সেপ্টেম্বর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর