ভারতকে নাস্তানাবুদ করে নয়, নারী স্বাধীনতার বিরুদ্ধে ঘৃণ্য, বিতর্কিত পোস্ট করে শিরোনামে বাংলাদেশের সাকিব!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিনিয়র আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্যাচ খেলতে এশিয়া কাপে (2023 Asia Cup) নেমেছিলেন ভারতের বিরুদ্ধে। অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতন। ২০২০ সালে ভারতকে ফাইনালে হারানো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অংশ ছিলেন তিনি। আর তারপর নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই পেয়ে যান রোহিত শর্মার মতো মহাতারকার উইকেট। তিলক ভার্মার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারকেও ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন তানজিম সাকিব (Tanzim Hasan Sakib)।

tanzim

মনে করা হয়েছিল যে এবার নিজের পারফরম্যান্সের কারণেই শিরোনামে থাকবেন বাংলাদেশের এই তরুণ বোলার। শিরোনামে সাকিব রয়েছেন ঠিকই, তবে পারফরম‍্যান্স নয়, নিজের মৌলবাদী ও নারীবিদ্বেষী মন্তব্যের কারণে তিনি এখন আলোচনায় রয়েছেন। একজন মানুষ কিভাবে এত বিদ্বেষমূলক মন্তব্য করতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তার ভেরিফায়েড ফেসবুক পেজের পুরোনো পোস্ট করে আচমকাই সামনে আনতে শুরু করে একাংশের ক্রিকেটপ্রেমী। সেখানে তীব্র নারী স্বাধীনতা বিরোধী একাধিক পোস্ট দেখা গিয়েছে। মহিলা সম্পর্কে তার ধারণা কোনওভাবেই সমাজের উন্নতির ধারণার পৃষ্ঠপোষক নয়। তিনি নিজে ইসলাম ধর্মাবলম্বী এবং অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষমূলক না হলেও তার পোস্টগুলিতে যে মনোভাব ফুটে উঠেছে, তা একেবারেই শোভনীয় নয়। উদাহরণস্বরূপ তার সেই পোস্টগুলোর কিছু চিত্র প্রতিবেদনের পরের অংশে তুলে ধরা হলো।

ts post

যদিও বাংলাদেশের একাংশের সমর্থক তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী হিসেবে আখ্যা দিয়ে তার এই জাতীয় মানসিকতার প্রশংসা করেছেন। কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন বাংলাদেশি মানুষ বাংলাদেশ ক্রিকেট দলের এই নতুন তারকার মনোভাব সম্পর্কে জানতে পেরে হতবাক ও লজ্জিত হয়েছেন।

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের আগে ধাক্কা, শেষ ৪ সাক্ষাতে তৃতীয়বার ভারতকে হারালো বাংলাদেশ!

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দলে জায়গা পেয়েছেন তানজিম সাকিব। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের হয়ে তিনি মাঠে নামবেন। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে যে আলোড়ন শুরু হয়েছে সেটার মোকাবিলা ভবিষ্যতে তিনি কিভাবে করবেন সেদিকে নজর থাকবে সকলের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর