এলো অষ্টম এশিয়া কাপ খেতাব, একপেশে ফাইনালে ২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ী ভারত!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার পর ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ফাইনালে সম্পূর্ন অন্যরকম চিত্র দেখা গেল। দুর্দান্ত দাপুটে বোলিং করে ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব দিতে হয় ভারতীয় ফাস্ট বোলারদের। আজ টসের পর খেলা আরম্ভ হতে কয়েক মিনিট দেরি হয় বৃষ্টির কারণে। ভারতীয় দল টসে হেরে প্রথমে বোলিং করছিল। মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়ে ভারতের পেসাররা ছত্রভঙ্গ করে দেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ-কে।

শ্রীলংকার মধ্যে একমাত্র কুশল মেন্ডিস ছাড়া আর কোনও ব্যাটারকে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। শুরুটা করেছিলেন বুমরা নিজের প্রথম ওভারেই একটি উইকেট নিয়ে। এরপর শ্রীলঙ্কা বোলিং এর ওপর কার্যত বুলডোজার তার চালিয়ে দেন মহম্মদ সিরাজ। ম্যাচের চতুর্থ এবং নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে নেন চারটি উইকেট। ওডিআই ফরম্যাটে কোন এক ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটি।

siraj siuuuuu

এরপর দ্রুততম বোলার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করেন সিরাজ। তিনি নিজে ম্যাচের ৭ ওভার বোলিং করে একটি মেডেন সহ মাত্র ২১ রান দিয়ে নেন ৬টি উইকেট। আর শ্রীলঙ্কার ধ্বংসের শেষটা করেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসে ইতি টেনে দেন জুনিয়র পান্ডিয়া। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: দ্রুততম ৫ উইকেট ও আরও ১ রেকর্ড! শ্রীলঙ্কার বিরুদ্ধেই মালিঙ্গা ও ভাসের রেকর্ডে ভাগ বসালেন সিরাজ

এরপর রোহিত শর্মা নিজে আর ওপেন করতে নামেননি। শুভমান গিলের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন ঈশান কিষাণকে। দুজনে খুব ঠান্ডা মাথায় এবং ছন্দবদ্ধ গতিতে রান তুলতে থাকেন এবং কোনও উইকেট না হারিয়ে ৩৭ বলে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ঈশান ২৩ এবং শুভমান ২৭ রানে অপরাজিত থাকে। ১০ উইকেটে স্মরণীয় জয় পেল ভারত আগামী মাসে দেশের মাটিতে আরম্ভ হতে চলা বিশ্বকাপের আগে এই জয় বড় আত্মবিশ্বাস জোগাবে।

 

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর