বাংলাহান্ট ডেস্ক : আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিত প্রসাদ মাহাতো সম্প্রতি একটি জনসভায় কুরুচিকর মন্তব্য করেন দেবী দুর্গাকে নিয়ে। সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে (এই ভিডিওর সত্যতা বাংলাহান্ট যাচাই করেনি)। এরপরই কুড়মি নেতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াবাসী।
পুরুলিয়া জেলার একাধিক জায়গায় এই নেতার বিরুদ্ধে আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে। সামাজিক মাধ্যমে অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র হচ্ছে প্রতিবাদ। পুরুলিয়া সদর, বলরামপুর, বাঘমুন্ডি-সহ একাধিক থানায় এফআইআর করা হয়েছে অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে।
আরোও পড়ুন : ১ বা ২ নয়, ৪২ কোটি! লটারিতে লক্ষীলাভ ৭৭ বছরের বৃদ্ধর, কিনলেন শুধুই তরমুজ আর ফুল
অজিতপ্রসাদ মাহাতোর বক্তব্যের বিরোধিতা করেছে কুড়মিদের অন্যান্য সামাজিক সংগঠনগুলিও। জঙ্গলমহলের এই জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন দুর্গোৎসব ও রাবণ দহন কমিটি। এরপর রবিবার পাল্টা মিছিল বার করা হয় আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকেও। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাদের। গ্রেফতার করা হয় একাধিক জনকে।
আরোও পড়ুন : জেলবন্দি পার্থের মুখে মুখ্যমন্ত্রীর নাম! ‘যা জানি সবটাই..’, প্রাক্তন মন্ত্রীর এক দাবিতে বিস্ফোরণ
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সহ ধর্মীয় সংগঠনগুলি শনিবার বিক্ষোভ দেখায় পুরুলিয়া সদর সহ জেলার একাধিক থানায়। এমনকি বিক্ষোভের আঁচ পৌঁছে যায় জেলা পুলিশ সুপার কার্যালয়েও। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে এরপর বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয় রবিবার।
অভিযোগগুলিতে দাবি জানানো হয়েছে অবিলম্বে গ্রেফতার করতে হবে অজিতপ্রসাদ মাহাতোকে। রবিবার পাল্টা মিছিল বার করলে পুলিশের সাথে সংঘর্ষ ঘটে কুড়মি সমাজের মানুষদের। এরপর বেশ কিছু জনকে গ্রেফতার করা হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়।
আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, “পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন আমাদের কর্মী-সমর্থকেরা। রাস্তায় পুলিশ সেই মিছিল আটকে দেয়। গ্রেফতার করা হয় আমাদের ১৭ জনকে। আমাদের ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা সোমবার জেলা জুড়ে আন্দোলনে নামব।”