১ বা ২ নয়, ৪২ কোটি! লটারিতে লক্ষীলাভ ৭৭ বছরের বৃদ্ধর, কিনলেন শুধুই তরমুজ আর ফুল

বাংলাহান্ট ডেস্ক : বহু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে লটারি। আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের খবর আমরা শুনতে পাই। শোনা যায় কখনো দিনমজুর লটারি পেয়ে হয়ে গেছেন কোটিপতি, আবার কখনো শুনতে পাই কেউ কেউ লটারি জিতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। লটারি পাওয়া ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে লটারি জয় থাকে না।

কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় লটারিতে টাকা জিতলে আপনি কী করবেন তাহলে কী উত্তর দেবেন? কেউ বলবেন তিনি বড় বাড়ি করবেন, আবার কেউ হয়ত সেই টাকা দিয়ে কিনবেন গাড়ি। কিন্তু লটারিতে টাকা জেতার পর এক বৃদ্ধ কিনলেন তরমুজ আর ফুল! এই জ্যাকপট জিতেছেন আমেরিকার (America) কলোরাডোর মন্ট্রোজ়ের বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধ।

আরোও পড়ুন : অঙ্কিতা, ববিতা, অনামিকা কেউই তো পেলেন না, তাহলে এখন কে করছে ‘সেই’ শিক্ষকের চাকরি?

এই বৃদ্ধের জেতা টাকার অংক শুনলে অনেকেই ভিড়মি খাবেন। ভারতীয় মুদ্রায় তার মূল্য প্রায় ৪২ কোটি টাকা! এত টাকা যদি আপনি জিততেন তাহলে নিশ্চই অনেক প্ল্যান হত আপনার? অনেক স্বপ্ন পূরণ করতেন এই টাকা দিয়ে। হয়ত কোনও দামি জিনিস কিনে ফেলতেন রাতারাতি। কিন্তু এই বৃদ্ধর কাজকর্ম সবাইকে অবাক করে দিয়েছে।

আরোও পড়ুন : ঘূর্ণাবর্তের শক্তিবৃদ্ধি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে তুমুল ঝড়-বৃষ্টি, বিরাট আপডেট

লটারিতে ৪২ কোটি টাকা জেতার পর এই বৃদ্ধ নিজের জন্য কিনলেন শুধু একটি তরমুজ। আর ফুলটি কিনেছেন তার স্ত্রীর জন্য। নাইন নিউজ এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধর নাম, ওয়ালডেমার টি। এই বৃদ্ধই সম্প্রতি জ্যাকপটে জিতেছেন ৪২ কোটি টাকা। লটারি পাওয়ার আনন্দে তিনি বাজার থেকে কিনেছেন শুধুমাত্র একটি তরমুজ ও ফুল। 

0 col lott hp 1

ওয়ালডেমার জানিয়েছেন তিনি যে টাকা লটারিতে জিতেছেন, সেই টাকা তিনি গরিব মানুষের সাহায্যে কাজে লাগাবেন। লটারি থেকে পাওয়া অর্থ তিনি দান করবেন জনকল্যাণমূলক কাজে। বলা ভালো, লটারি জিতে কেউ রাধারানী কোটিপতি হয়েছেন আবার লটারি টিকিট কাটার নেশায় বহু মানুষকে সর্বশান্তও হয়ে যেতে হয়। তবে, এক্ষেত্রে বৃদ্ধর শুধুই লাভ হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর