ঘূর্ণাবর্তের শক্তিবৃদ্ধি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে তুমুল ঝড়-বৃষ্টি, বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ফের আবহাওয়ার ভোলবদল। গত দুদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কিছুটা বিশ্রাম নিয়ে ফের শুরুর হবে দাপট। সোমবার বিশ্বকর্মা পুজোর আমেজে উৎসবের মজা ভেস্তে দিতে পারে তুমুল বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিশ্বকর্মা পুজোর দিন ও আগামীকাল গণেশ চতুর্থীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকেই বাড়বে বৃষ্টি।

আজ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওই দিন কলকাতা-সহ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখন টানা কিছুদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আরও পড়ুন: স্পেন থেকে একের পর এক সুখবর! এবার শিক্ষায় হবে মেলবন্ধন, ‘বিরাট’ পদক্ষেপ মমতা সরকারের

আজ থেকে বুধবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: INDIA জোটের তোরজোড়ের মাঝেই বড় ঝটকা দিলেন মোদী! এক তথ্যেই বিরোধীদের মাথায় হাত

weather
তবে বুধে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ ও কাল ভারী বৃষ্টির না সম্ভাবনা নেই। উল্টে হুড়মুড়িয়ে বাড়ছে গরম। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে রাত তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর