উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার আগে সাবধান, বাড়তে চলেছে বিপদ! আগেভাগেই হন সতর্ক

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ জুড়ে দুই বঙ্গে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে বৃহস্পতিবার থেকে। উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সর্তকতা।

দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির ধারা বজায় থাকবে। উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়ে বর্তমানে অবস্থান করছে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে নিম্নচাপে। নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি পড়তে পারে ওড়িশা উপকূলে।

আরোও পড়ুন : ট্রেনের পর এবার মিলছে না বাসও! কী হল NBSTC-র? উত্তরবঙ্গ ভ্রমণ নিয়ে আশঙ্কার মেঘ

দক্ষিণবঙ্গে বিরাজ করবে মেঘলা আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে মঙ্গল ও বুধবার।

rainfall rep1 1660152937

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। অন্যদিকে, পার্বত্য অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃষ্টিপাত চলতে পারে আগামী এক সপ্তাহ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর