ভারত ভাগের উস্কানি! পাঞ্জাবি গায়ককে চরম শিক্ষা দিল আমান গুপ্তা, জয়জয়কার ‘BoAt’-র

বাংলা হান্ট ডেস্ক : ভারতের (India) বিতর্কিত মানচিত্র শেয়ার করার পর থেকেই বিপদের ঘেরাটোপে পাঞ্জাবি গায়ক শুভনীত সিং (Shubhneet Singh) । যার জেরে নেটজনতা তো বটেই পাশাপাশি গায়কের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারকা থেকে শুরু করে দেশের বড় বড় শিল্পপতিরাও। ইতিমধ্যেই শুভনীতকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্যদিকে বড় পদক্ষেপ নিলেন শিল্পপতি আমান গুপ্তাও (Aman Gupta)।

এই বিতর্কের সূত্রপাত হয় খালিস্তানি নেতা হরদীপ সিং নিরজার মৃত্যুর পর থেকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খুনের দায় চাপায় ভারতের উপর। এবং তিনি ভারতের কূটনীতিবিদকে ফিরিয়ে দেন। ভারত সরকারও যে চুপ করে বসে থাকার মানসিকতা রাখেননা সেকথা বলাই বাহুল্য। ইটের জবাব পাটকেল দিয়েই দিয়েছে মোদী সরকার। এরপর থেকেই বিবাদ চরমে।

দুই দেশের তরজা যখন চরমে ঠিক তখনই গায়ক শুভনীত ওরফে শুভ খালিস্তানকে সমর্থন করে একটি মানচিত্র শেয়ার করেন। যে মানচিত্রতে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব নেই। যা দেখার পর রীতিমত রাগে ফুঁসছে গোটা দেশ। এই বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট তেজিন্দর সিং তিওয়ানা বলেছেন, ‘ভারতের যারা শত্রু সেই খালিস্তানিদের এখানে কোনও জায়গা নেই।’

aman gupta 1648449330500 1648449347187

আরও পড়ুন : ফাঁড়া কাটেনি! ফ্ল্যাট দুর্নীতিতে ইডির হাতে উঠে এল নতুন তথ্য, আবারও তলব নুসরতকে

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা এই কানাডিয়ান গায়ককে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় অনুষ্ঠান করতে দেব না। আয়োজকরা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে সমস্যায় পড়তে হবে।’ এসবের মাঝেই বড় পদক্ষেপ নিলেন আমান গুপ্তার সংস্থা বোট। সূত্রের খবর, গত ১৯ সেপ্টেম্বরই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, তারা শুভের সমস্ত অনুষ্ঠানের স্পনসর থেকে সরে এসেছে।

আরও পড়ুন : ‘লজ্জা করেনা…’, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে এ কী কাণ্ড ঘটিয়ে ফেললেন করিনা! ক্ষোভে ফুঁসছে জনতা

 

এদিকে আগামী ২৩ তারিখ থেকেই মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মত শহরে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে শুভনীতের। তার আগেই চরম সমস্যায় পড়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম বিতর্কে জড়াননি শুভনীত, এর আগেও খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার অভিযোগ এসেছে এই পাঞ্জাবি গায়কের বিরুদ্ধে। সবে মিলিয়ে গোটা ভারত এখন শুভনীতকে বয়কট করার ডাক দিচ্ছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর