সাবধান! ঝোড়ো হাওয়া সঙ্গে বর্জ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টি, একটু পরেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় বাড়বে বিপদ

বাংলাহান্ট ডেস্ক : কিছুতেই বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের (South Bengal)। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হয়েছে। আজও সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘলা। দুপুরে কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পারদ।

ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। আর কিছুদিন পর শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গা পুজোর কেনাকাটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমাচ্ছেন ধর্মতলা, গড়িয়াহাট কিংবা হাতিবাগানে।

আরোও পড়ুন : দিঘায় এবার দ্বিগুণ মজা! বদলে যাবে আগের রূপ, সমুদ্রে নামার আগেই ‘হাঁ’ হয়ে যাবেন আপনিও

এছাড়াও শপিংমলগুলোতেও ভিড়ে পা রাখা দায়। এমন অবস্থায় আজ বিকেলের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের? আজ সারাদিন কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সতর্কতা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়াতেও। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বইবে দমকা হাওয়া। হাওয়ার গতিবেগ ঘন্টায় ২২-২৩ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কলকাতায় আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে। তাই শপিং করতে যাওয়ার সময় অবশ্যই সাথে রাখুন ছাতা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর