অচিরেও বদলে গেল ছোটদের টিকিটের নিয়ম, ব্যাপক লক্ষ্মীলাভ রেলেরও! ফাঁস RTI-তে

বাংলাহান্ট ডেস্ক : বাংলাহান্ট ডেস্ক : এবার ছোটদের থেকেই বড় আয় করল ভারতীয় রেল (Indian Railways)। ছোটদের জন্য টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা লাভ হয়েছে রেলের। দূরপাল্লার ট্রেনগুলিতে ছোটদের টিকিট বিক্রি করে গত সাত বছরে রেলের আয় ২,৮০০ কোটি টাকা। সম্প্রতি তথ্য জানার অধিকারে (RTI) প্রকাশ্যে এসেছে এমনই তথ্য।

সেন্ট্রাল ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস) ভারতীয় রেলের যাবতীয় আয়-ব্যয়সহ বিভিন্ন খরচের হিসাব রাখে। ক্রিস সম্প্রতি তথ্য দিয়ে জানিয়েছে, শিশুদের জন্য টিকিট কাটার নিয়ম বদল করে রেলের বিপুল আয় হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে। শুধু এই অর্থবর্ষেই রেল শিশুদের টিকিট বিক্রি করে আয় করেছে ৫৬০ কোটি টাকা।

আরোও পড়ুন : দিঘায় এবার দ্বিগুণ মজা! বদলে যাবে আগের রূপ, সমুদ্রে নামার আগেই ‘হাঁ’ হয়ে যাবেন আপনিও

২০১৬ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ২,৮০০ কোটি টাকার বেশি রেলের আয় হয়েছে শিশুদের টিকিট বিক্রি থেকে। রেলের একটি পরিসংখ্যান বলছে, গত সাত বছরে সম্পূর্ণ ভাড়া দিয়ে শিশুদের জন্য আলাদা সিট বা বার্থ নেওয়ার সংখ্যা বেড়েছে। বর্তমানে ৭০ শতাংশ ক্ষেত্রেই শিশুদের জন্য অভিভাবকরা সম্পূর্ণ টাকা দিয়ে আলাদা সিট বুক করছেন।

আরোও পড়ুন : দুর্নীতি ঠেকাতে নয়া উদ্যোগ পর্ষদের! D.El.Ed-এ আসছে বড়সড় বদল, আপডেট গেল হাইকোর্টেও

৩.৬ কোটি শিশু গত সাত বছরে অর্ধেক ভাড়া দিয়ে অভিভাবকদের সাথে একই বার্থে ট্রেনে সফর করেছেন। অন্যদিকে, পুরো ভাড়া দিয়ে প্রায় দশ কোটি শিশু গত সাত বছরে ট্রেন সফর করেছেন। গত সাত বছরে ধীরে ধীরে রেলের এই আয় বৃদ্ধি পেলেও ২০২০-২১ অর্থবর্ষে সেটি বেশ কমে যায়। শিশুদের বার্থ থেকে ১৫৭ কোটি টাকা আয় হয়েছিল করোনাকালে।

indian railways train main 1500x785

২০১৬ সাল থেকে বদল আসে রেলের বাচ্চাদের রিজার্ভেশন টিকিটের ভাড়ার নিয়মে। সে সময় রেল ঘোষণা করে, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আলাদা সিট বুক করলে সম্পূর্ণ ভাড়া লাগবে। এছাড়া নতুন নিয়মে বলা হয় আলাদা বার্থ না নিলেও, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রেনে ভ্রমন করলে অর্ধেক ভাড়া দিতে হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর