দুর্নীতি ঠেকাতে নয়া উদ্যোগ পর্ষদের! D.El.Ed-এ আসছে বড়সড় বদল, আপডেট গেল হাইকোর্টেও

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরে উত্তপ্ত বঙ্গের রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা পর্ষদের আধিকারিকরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও বর্তমানে জেলবন্দি।

এমন অবস্থায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবমূর্তি নিয়ে। এই পরিস্থিতিতে পর্ষদ নিজেদের ভাবমূর্তি ফেরাতে নতুন উদ্যোগ নিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর থেকে সম্পূর্ণভাবে অফলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সব D.El.Ed কলেজে।

আরোও পড়ুন : বায়োমেট্রিক লক থাকলেও নেই চিন্তা, এইভাবে মিলবে রেশন! গ্রাহকদের জন্য বড় সুখবর

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজ এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এদিন পর্ষদ বলে, আর অফলাইন অ্যাডমিশন হবে না রাজ্যের ৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০-র বেসরকারি D.El.Ed কলেজে। একই সাথে হাইকোর্টে পর্ষদ বলেছে অনলাইনে প্রকাশ করা হবে মেধা তালিকা।

আরোও পড়ুন : হাওড়া থেকে আরও দুটি বন্দে ভারত চালু হচ্ছে সোমবার! কোন কোন রুটে চলবে নতুন এই ট্রেন?

শিক্ষা মহল মনে করছে, দুর্নীতির পাহাড়ে বসে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয় রাজ্যে ডিএলএডের ভর্তিতে। তারপরেই ডিএলএডের বিষয়টিকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে।

Diploma in Elementary Education,West Bengal,State Government,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত ৩০ জুন D.El.Ed কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। আদালত প্রশ্ন তোলে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লাস না করিয়ে দ্রুত ভর্তির প্রক্রিয়া শেষ করতে চাইছে। NCTE-র নিয়ম রয়েছে যে টেট পরীক্ষায় বসার জন্য বাধ্যতামূলকভাবে পাস করতে হবে D.El.Ed কোর্স।