মন্ত্রী কন্যার পর চাকরি গেল ববিতারও! ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ হাতে পেলেন অনামিকা

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ অনামিকা রায়ের। নিয়োগপত্র নিতে আজ মধ্যশিক্ষা দপ্তরের অফিসে পৌঁছান অনামিকা। নিয়োগপত্র পাওয়ার পর অবশেষে তিনি যোগ দিতে চলেছেন শিক্ষিকার কাজে। অনামিকাকে মধ্যশিক্ষা পর্ষদ বুধবার হাজির হতে বলে সল্টলেকের ডিরোজিও ভবনে। সেই মতো অনামিকা হাজির হয়ে যান ডিরোজিও ভবনে।

সেখানে তার হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র।একাডেমিক নম্বর ভুল ছিল ববিতা সরকারের। তাই তাকে দেওয়া চাকরি ফিরিয়ে নেয় আদালত। গত মে মাসে আদালত মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় ববিতা সরকারের চাকরি অনামিকা রায়কে দিতে। আদালতের নির্দেশ মেনে মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন প্রকাশ করে ১৮ই সেপ্টেম্বর।

আরোও পড়ুন : অচিরেও বদলে গেল ছোটদের টিকিটের নিয়ম, ব্যাপক লক্ষ্মীলাভ রেলেরও! ফাঁস RTI-তে

তারপর নির্দেশ মতো বুধবার দুপুরে অনামিকা রায় হাজির হয়ে যান মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। নিয়োগপত্র হাতে পাওয়ার পর অনামিকার বক্তব্য, তার স্বপ্ন ছিল শিক্ষকতা করার। সেই স্বপ্ন পূরণ হল চাকরি পাওয়ার পর। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বহিষ্কার করে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে।

আরোও পড়ুন : বায়োমেট্রিক লক থাকলেও নেই চিন্তা, এইভাবে মিলবে রেশন! গ্রাহকদের জন্য বড় সুখবর

অঙ্কিতার চাকরির দেওয়া হয় ববিতা সরকারকে। অঙ্কিতা অধিকারীর চাকরি ববিতা সরকার পাওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এরপরই অঙ্কিতা রায় হাইকোর্টের দ্বারস্থ হন এই অভিযোগ তুলে যে ত্রুটি রয়েছে ববিতা সরকারের একাডেমিক নম্বরে। হাইকোর্টে অঙ্কিতা দাবি করেন যে তিনি দুই নম্বর বেশি পেয়েছিলেন ববিতা সরকারের থেকে।

babita anamika

তাই ওই চাকরি ববিতার নয়, তার প্রাপ্য। এরপর কলকাতা হাইকোর্ট ববিতার চাকরি বাতিল করে তা দেয় অঙ্কিতা রায়কে। একই সাথে কলকাতা হাইকোর্ট ববিতাকে নির্দেশ দিয়েছে ৬ মাসের বেতন সহ প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার। তবে এবার ববিতার চাকরি অনামিকা পেতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর