নজিরবিহীন! DA আন্দোলনকারীদের পাশে শুভেন্দু, বিরাট প্রস্তাব বিরোধী দলনেতার

বাংলা হান্ট ডেস্ক: ডিএ (DA) আন্দোলনকারীদের ধর্নামঞ্চে আবারও গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিকেলে শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে যান তিনি। সেখানে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপরই এক প্রস্তাব দেন তিনি।

সাম্প্রতিককালে বিধায়কদের ভাতা প্রায় ৪০ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ধিত হারে ওই বেতনের টাকা এবার দিতে চলেছেন শুভেন্দু। আগামী অক্টোবর মাস থেকেই সেই বর্ধিত হারে ভাতা পাবেন রাজ্যের বিধায়করা‌। তার থেকেই ওই বর্ধিত টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দেবেন শুভেন্দু। তবে রাজ্যের বিরোধী দলনেতা একা নন, বিজেপির (BJP) সব বিধায়করাই এই টাকা দেবেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার দিনই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ডিএ দেওয়া হোক। তাঁদের এই বর্ধিত বেতন লাগবে না। যদিও বিধানসভার নিয়মে এই টাকা না নেওয়ার বা ফেরত দেওয়ার কোনও বিধান নেই‌। তাই ওই বর্ধিত বেতন দিতেই হবে।

এদিকে এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চকে একটি চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা‌। এই প্রসঙ্গে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের নামে প্রচুর মামলা রয়েছে। সেই কারণে আইনি খরচের জন্য শুভেন্দু অধিকারী তাঁর বর্ধিত বেতন আমাদের দিতে চেয়েছেন। আমরা তাঁর থেকে নেওয়া অর্থ সরকারি কর্মচারী পরিষদকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

suvendu da2

এদিকে বিধায়কদের (MLA) ভাতা বৃদ্ধির পরই যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হয়। বলা হয়, ‘পুজোর আগে কেন্দ্রীয় সরকারও ডিএ দেবে। কিন্তু আমাদের রাজ্য সরকার হাত গুটিয়ে রেখেছে। তাই বিরোধী দলনেতার কাছে আমাদের আবেদন , তিনি যেন সরকারি কর্মীদের ডিএ পাওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করেন। আমরা চাই, কেন্দ্রীয় সরকার অন্তত রাজ্যের সরকারি কর্মীদের দিকে মুখ তুলে তাকাক। পুজোর আগে ডিএ দেওয়ার ব্যবস্থা হোক।’

Monojit

সম্পর্কিত খবর