ইতিহাসের পাতায় নাম লেখাবেন গিল! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই টপকে যাবেন কোহলিকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং বেশ ভালো ছন্দে রয়েছে। এশিয়া কাপের (2023 Asia Cup) টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার রান পেয়েছেন। আর সেই রানগুলি শুধুমাত্র ছোট দলগুলোর বিরুদ্ধে নয়, পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ এবং শ্রীলঙ্কার শক্তিশালী স্পিন আক্রমণের বিরুদ্ধে এসেছে। ওডিআই ফর্ম ভারতীয় ব্যাটিং নিজেদের সেরা ছন্দে ছিল না গত এক বছর ধরে। কিন্তু এশিয়া কাপের পারফরমেন্স শুভমান গিল (Shubman Gill), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) আত্মবিশ্বাস বাড়াবে।

আগামী মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে আরম্ভ হবে বিশ্বকাপের লড়াই। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে একটি ওডিআই সিরিজে মাঠে নামবে। বেশ কিছু তারকা ক্রিকেটার সেই সিরিজের প্রথম দিকে বিশ্রামে থাকবেন। তরুণদের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটা একটা ভালো সুযোগ। বিশেষ করে সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে আরম্ভ হতে চলা ওই ছেড়ে যায় তরুণ ভারতীয় ওপেনার শুভমান গিলের সামনে থাকবে একটা বড় কীর্তি গড়ার সুযোগ।

শুভমান গিল গত এশিয়া কাপে নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে অনভিজ্ঞতার কারণে ম্যাচ জেতাতে পারেননি কিন্তু সেই ম্যাচের শতরানটি ছিল তার ওডিআই কেরিয়ারের এখনো অবধি খেলা শ্রেষ্ঠ ইনিংস। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তার সামনে থাকছে বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ।

gill rohit asia

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলে যদি ২০০ বেশি রান করতে পারেন গিল, তাহলে বর্তমানে ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকা অনুযায়ী শীর্ষস্থানে থাকা বাবর আয়োজনকে টপকে তিনি শীর্ষস্থানটি দখল করে নেবেন। বিশ্বকাপের আগে এই ঘটনা তার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাকে একটা বড় মাইলফলকের সামনে দাঁড় করাবে।

আরও পড়ুন: ভারতের জার্সিতে বাড়ছে ভারতীয় পতাকার উপস্থিতি! কোহলি, রোহিতদের দেখে উচ্ছসিত ভক্তরা

বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াডে যে ব্যাটারা রয়েছে না তাদের মধ্যে বিরাট কোহলি একমাত্র যিনি ওডিআই ফরম্যাটে অত্যন্ত কম বয়সে আইসিসি ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থান ছুঁয়েছিলেন। মাত্র ২৫ বছর বয়সে কোহলি এই মাইল ফলক ছুঁয়েছিলেন এবং তারপর দীর্ঘদিন ওই স্থান ধরে রেখেছিলেন। শুভমান গিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের বেশি করতে পারলে তিনি এই স্কোয়াডে বিরাট কোহলির চেয়েও কম বয়সে ওডিআই ফরম্যাটে ব্যাটারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে তালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাবেন। এই মুহূর্তে তার বয়স মাত্র ২৪।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর