এই কাজ করে মন জিতেছেন BCCI সচিব জয় শাহ! জন্মদিনে বিশেষ উপহার দেবে ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ-র (Jay Shah) ৩৫ তম জন্মদিন। দিন দিন যেন ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপতির পথ ছাড়ার পর বিসিসিআইয়ের (BCCI) প্রধানের ভূমিকা নিযুক্ত করা হয়েছিল রজার বিনিকে। কিন্তু তারপর থেকেই যেন সভাপতি থেকেও সচিবের পদ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে বা ক্রিকেটারদের কোনও বিশেষ ক্ষেত্রে বিসিসিআইকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনির বদলে জয় শাহ-র নামটাই উল্লেখ করতে দেখা যায়।

সেপ্টেম্বর মাসের শুরুটা জয় শাহকে নিয়ে মিশ্র আলোচনায় কেটেছে ভক্তদের। কেন শ্রীলঙ্কার মতন দেশে বৃষ্টির মরশুমে এশিয়া কাপের একটা বড় অংশ আয়োজন করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এই নিয়ে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে।

এরপর টুর্নামেন্ট শেষে তিনি একটি বিশেষ কাজ করেছিলেন। কলম্বোর গ্রাউন্ড স্টাফদের সফলভাবে বৃষ্টি বাদলার মরশুমের মধ্যেও ম্যাচ আয়োজন করার ব্যবস্থা সম্পূর্ণ করে দেওয়ার কারণে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে। অক্লান্ত পরিশ্রমের জন্য সেই স্টেডিয়ামের মাঠ কর্মীদের ৪২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। তার এই উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছিল।

jay siraj

তার জন্মদিনের দিন আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতীয় দলে বেশ কিছু তারকা অনুপস্থিত। তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে তারা দলে ফিরবেন। তার আগে কিছুটা অনভিজ্ঞ দল নিয়েই এই অজিতের মুখোমুখি হচ্ছে ভারত। যে ক্রিকেটের নিয়মিত সুযোগ পান না তাদেরকে বিশ্বকাপের আগে দেওয়া হবে নিজেদেরকে ম্যাচ প্র্যাকটিসে রাখার।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় নাম লেখাবেন গিল! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই টপকে যাবেন কোহলিকে

জয় শাহ-র এই বিশেষ দিনে তাকে এই অনভিজ্ঞ দল নিয়েই ম্যাচ জেতে উপহার দিতে চান রাহুল দ্রাবিড়রা। পরীক্ষা-নিরীক্ষা করলেও অস্ট্রেলিয়াকে হারানোই যে তাদের মূল লক্ষ্য সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। যদিও বিশ্বকাপের আগে এই সিরিজকে জয়ের জন্য এত গুরুত্ব তিনি কেন দিচ্ছেন তা জানা যায়নি, তবে আন্দাজ করে নেওয়া হচ্ছে উত্তরটা।

 

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর