বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার পিছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছে কানাডা (Canada)। এদিকে এবার বিস্ফোরক দাবি সামনে এল। গোপন বৈঠকে খলিস্তানি (Khalistan) জঙ্গি হরদীপ সিং নিজ্জাকে (Hardeep Singh Nijjar) খুনের কথা অস্বীকার করেননি ভারতীয় (India) আধিকারিকরা। এমনটাই দাবি উঠল কানাডার একটি সংবাদমাধ্যমে।
সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দাদের কথোপকথন আড়ি পেতে শুনেই এমনটা নিশ্চিত হচ্ছে কানাডার গোয়েন্দা বিভাগ। এদিকে সোমবারের পর বৃহস্পতিবারও জঙ্গি খুনে ভারতের ভূমিকা নিয়ে প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি পশ্চিমী দেশের কূটনৈতিকদের সঙ্গে ভারতীয় আধিকারিকদের উপর আড়ি পেতেছিল কানাডা। প্রায় একমাস ধরে এই নজরদারি প্রক্রিয়া চলেছিল বলে দাবি করা হয়েছে। আর এই কাজে কানাডাকে আরও চারটি দেশ সাহায্য করেছিল। যেগুলি হল আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অর্থাৎ ‘ফাইভ আইজ’ এই নজরদারির কাজে যুক্ত ছিল। উল্লেখ্য, ফাইভ আইজ হল অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। এই দেশগুলি বহুপাক্ষিক UKUSA চুক্তির পক্ষে সাংকেতিক বুদ্ধিমত্তায় যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।
এমনকী, এই ঘটনার তদন্তের জন্য গত অগাস্ট মাসে চারদিনের জন্য ভারতে আসেন কানাডার নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা জোডি থমাস। গত জি-২০ সম্মেলনেও ভারতে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, এই সফরে বেশ কয়েকজন ভারতীয় আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন তিনি। কিন্তু সেই সময় খুনের নেপথ্যে ভারতের ভূমিকা অস্বীকার করেননি ভারতের আধিকারিকরা, এমনটাই ওই সংবাদপত্রের প্রতিবেদন সূত্রে খবর।