ভারতীয় দলের চমকের দিন দেখা গেল একা কোহলিই এগিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে পাঞ্জাবের মোহালিতে আরম্ভ হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Austrlia) তিন ম্যাচের ওডিআই সিরিজ। বিশ্বকাপের আগে দুই দলের কাছে এটা একটা বড় সুযোগ নিজেদের প্রস্তুতি ঠিকঠাক সেরে নেওয়ার জন্য। শেষ দশ বছরে ৩৭টি ওডিআইতে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। অস্ট্রেলিয়া জয় পেয়েছে ১৮টি-তে এবং ভারত জয় পেয়েছে ১৭ টি-তে।

এই প্রথম দুই ওডিআই ম্যাচে ভারতীয় দলে থাকছেন না বিরাট কোহলি। কিন্তু তিনি একাই একটি পরিসংখ্যানে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে। গত দশকে রান তাড়া করতে নেমে বিরাট কোহলির ওডিআই শতরান সংখ্যা ২৫। সেখানে ২০১০ সাল থেকে ২০২০-এর আগে অবধি গোটা অস্ট্রেলিয়া দল রান তাড়া করতে নেমে মোট ২২ টি শতরান করেছে।

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামলে বিরাট কোহলির ব্যাট বেশিরভাগ সময় গর্জে ওঠে। ভারতীয় দলকে চেষ্টা করতে হবে যাতে কোনওভাবেই সিরিজের প্রথম দুটি ম্যাচেই না হারতে হয় সেই বিষয়টি নিশ্চিত করার। তারপর শেষ ম্যাচে যখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরবেন, তখন যাতে সিরিজে তারাও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করাই লোকেশ রাহুলদের প্রাথমিক কর্তব্য।

আজ টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লোকেশ রাহুল। রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলে আজ ওপেন করবেন রুতুরাজ গায়কোয়াড়। বিরাট কোহলির জায়গায় আজ দলে এসেছেন সূর্যকুমার যাদব যিনি ওডিআই ফরম্যাটে থাকা নিয়ে অনেকের আপত্তি থাকলেও শর্মা এবং রাহুল দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছেন তাকে ক্রমাগত সুযোগ দিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: একটি ভুল যার জন্য বিশ্বকাপ হাতছাড়া হয়ে যেতে পারে রোহিতের! BCCI-কে সতর্ক করছে ভক্তরা

ভারতের প্রথম একাদশ:
শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর